ব্যুরো রিপোর্ট: শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টি২০ ম্যাচে দাসুন শনকাকে স্টাম্প আউট করেছিলেন ইশান কিশন।
উইকেটের পিছন থেকে তাঁর এমন আউট করার ধরণ দেখে মহেন্দ্র সিং ধোনির সঙ্গে তাঁর মিল খুঁজে পেলেন নেটাগরিকরা।
১৮ তম ওভারে বরুণ চক্রবর্তীর বলে স্টাম্প আউট হন দাসুন শনাকা। এই স্টাম্প করেই বরুণকে প্রথম উইকেট এনে দেন ইশান।
তবে উইকেটের পিছনে ইশানের হাতের কাজ দেখে নেটাগরিকদের একাংশ তাঁকে দ্বিতীয় ধোনি বলে সম্বোধন করেছেন।
ধোনির মতো ঈশানও ঝারখন্ড রাজ্য থেকে উঠে এসে জাতীয় দলে জায়গা পেয়েছেন। এমন মিল সমর্থকদের মনে ধোনির স্মৃতি ফিরিয়ে এনেছে।
২০১৯ সালে বিশ্বকাপের সেমিফাইনালে শেষবার ভারতের হয়ে গ্লাভস পড়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। তার পর আন্তর্জাতিক খেলা থেকে অবসর নেন তিনি।
অবশ্য ‘মাহি’ এখনও আইপিএল-এ চেন্নাই সুপার কিংস-এর হয়ে খেলেন।