ব্যুরো রিপোর্ট: ফের একবার ভূমিকম্পে কেঁপে উঠল মাটি। এর জেরে হায়দরাবাদ সহ বেশ কয়েকটি শহর কেঁপে উঠেছে বলে জানা গিয়েছে। এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪।
জানা গিয়েছে, সোমবার ভোর ৫টা নাগাদ এই ভূমিকম্প হয়। এর উৎসস্থল ছিল হায়দরাবাদের দক্ষিণে ১৫৬ কিলোমিটার দূরে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার নীচে। অবশ্য ভূমিকম্পের কারণে এখনও কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
রবিবার ভূমিকম্পে কেঁপে উঠেছিল সিকিম। এর মাত্রা ছিল ৪। এর কম্পন অনুভূত হয়েছিল শিলিগুড়িতেও। বৃহস্পতিবার রাজস্থানের বিকানের ৪.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছিল।