ব্যুরো রিপোর্ট: স্পেশাল নাইট সার্ভিস ট্রেন চালু করা হয়েছিল। অষ্টমীর রাতে সেই পরিষেবা মিললেও, নবমীর রাত থেকে সেই পরিষেবা আর পাওয়া যাবে না। বনগাঁ, রানাঘাট, ডানকুনি, বারুইপুর, বজবজ শাখায় সাত জোড়া স্পেশাল ট্রেন বাতিল করা হয়েছে।
কোভিড বিধি ঊপেক্ষা করে মাস্ক ছাড়াই রাজপথে মানুষের ঢল দেখা গিয়েছে। শ্রীভূমির বুর্জ খলিফার দর্শকদের প্রবেশ বন্ধ করে দেওয়া পরেই পূর্বরেলের তরফে রাজ্য প্রশাসনের সঙ্গে আলোচনা করে তাদের সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।