৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে রাজ্যের বিভিন্ন জায়গায় চলছে পুলিশের নাকা চেকিং

৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে রাজ্যের বিভিন্ন জায়গায় চলছে পুলিশের নাকা চেকিং

ব্যুরো রিপোর্ট:  আগামীকাল ১৫ ই আগস্ট ভারতবর্ষের ৭৫ তম স্বাধীনতা দিবস। সেই উপলক্ষে নাকা চেকিং শুরু হল পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত রায়না থানার সেহারা ফাঁড়ির পুলিশ কর্মীদের পক্ষ থেকে।

সাধারণ মানুষকে আরও বেশি করে নিরাপত্তা দিতে জনসাধারণের সুরক্ষা নিশ্চিত করতে সেহারা ফাঁড়ির পুলিশ কর্মীদের পক্ষ থেকে নাকা চেকিংয়ের উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রত্যেকটি চারচাকা কিংবা দু চাকা যানবাহন তল্লাশি নিয়ে তবেই গন্তব্যে পৌঁছানোর ছাড়পত্র দিচ্ছেন পুলিশকর্মীরা। হেলমেট ছাড়া যেসব ব্যক্তিরা বাইক চালাচ্ছেন তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আগে পেট্রোলপাম্পে হেলমেট ছাড়া পেট্রোল দেওয়া হতো না কোন বাইক আরোহীকে, এই ব্যবস্থা যেন আগামী দিনেও জারি থাকে সেটাই চাইছেন এলাকাবাসী।

আগামীকাল স্বাধীনতা দিবস তাই কোথাও যেন কোনভাবে অপ্রীতিকর কোনও ঘটনা না ঘটে তার জন্য কড়া নজরদারি চালাচ্ছে পুলিশ প্রশাসন। পুলিশকর্মীদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষ।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *