রাজ্যের তিন কেন্দ্রের নির্বাচনের জন্য রাজ্যে আসছে ১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

রাজ্যের তিন কেন্দ্রের নির্বাচনের জন্য রাজ্যে আসছে ১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

ব্যুরো রিপোর্ট:  আগামী ৩০ সেপ্টেম্বর রাজ্যের তিন বিধানসভা কেন্দ্রে রয়েছে নির্বাচন। এই তিনটি কেন্দ্র হল ভবানীপুর, সামসেরগঞ্জ ও জঙ্গিপুর। আর নির্বাচনে কোনও অশান্তি না হয় সেই কারণে রাজ্যে আসতে চলেছে ১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।

সূত্রের খবর, এর মধ্যে ৭ কোম্পানি সিআরপিএফ জওয়ান থাকবে। বিএসএফ-এর থাকবে ৪ কোম্পানি। পাশাপাশি এসএসবি-র ২ কোম্পানি এবং সিআইএসএফ ও আইটিবিপি-র ১ কোম্পানি থাকবে।

জানা গিয়েছে, রাজ্য সরকার কেন্দ্রের কাছে কোনও ধরণের বাহিনী চায়নি। তবে জাতীয় নির্বাচন কমিশন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের সঙ্গে আলোচনা করে এই বাহিনী রাজ্যে আনাচ্ছে।

অবশ্য একুশের বিধান্সভা ভোটে কেন্দ্রীয় বাহিনীর উপর একাধিক অভিযোগ উঠেছিল। এর মধ্যে কোচবিহারের শীতলখুচিতে ভোটারদের উপর গুলি চালানোর ঘটনা নিয়ে শুরু হয়েছিল রাজনৈতিক তরজা।

পাশাপাশি ভোটারদের ভয় দেখানো থেকে শুরু করে মহিলাদের নিগ্রোহের অভিযোগও উঠেছিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিরুদ্ধে। তবে এখন দেখার বিষয় তিন কেন্দ্রের নির্বাচনে কী ধরণের কাজ করে কেন্দ্রীয় বাহিনী।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *