ব্যুরো রিপোর্ট: বুধবার দুটি গুরুত্বপূর্ণ বিল পাশ করা হল রাজ্যসভায়। পেগাসাস বিতর্ক এবং কৃষি আইন নিয়ে বিরোধী সদস্যদের বিক্ষোভের মধ্যেই বিলগুলি ধ্বনিভোটে পাশ হয় বলে জানা গেছে।
এই বিলগুলির মধ্যে একটি বিলের লক্ষ্য হল ব্যাঙ্ক আমানতকারীদের আমানতের উপর বিমা পাওয়ার সময়সীমা আরও দ্রুত করে তোলা।
ব্যাঙ্কে আর্থিক সংকট হলে আমানতকারীরা যাতে তাঁদের আমানতের উপর ৯০ দিনের মধ্যে বিমার টাকা পেয়ে যান, তা সুনিশ্চিত করার জন্য এই বিলটি পাশ করা হয়।
জানা যাচ্ছে, ব্যাঙ্কে মোরেটোরিয়ামে পিরিয়ড চললেও এই সুবিধা পাওয়া যাবে। আমানতে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিমা পাবে আমানতকারীরা। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান,
‘আমানত বিমা এবং ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন (সংশোধনী) বিল ক্ষুদ্র আমানতকারীদের সাহায্য করবে। এর মধ্যে পঞ্জাব ও মহারাষ্ট্র কো-অপারেটিভ (পিএমসি) ব্যাঙ্কও রয়েছে।’
অপর বিলটি সীমিত দায়বদ্ধতার অংশীদারিত্ব অর্থাৎ এলএলপি সংশোধনী বিল। বিলটির মাধ্যমে এলএলপি আইনে শাস্তিযোগ্য বিধান ২৪ থেকে কমিয়ে ২২ টি করা হয়।
দেশে ২ লক্ষেরও বেশি এলএলপি রয়েছে। এই সীমিত দায় অংশীদারিত্ব (এলএলপি) নতুন ব্যবসা শুরু করা সংস্থাগুলির পছন্দসই আইনি ধরন।