ব্যুরো রিপোর্ট: তাপমাত্রার পারদ ফের উর্ধ্বমুখী। এক ধাক্কায় ২ ডিগ্রি বাড়ল শহরের তাপমাত্রা। সকাল থেকেই পরিষ্কার আকাশ। রোদ উঠলে বাড়ছে গরম। ফের উধাও শীত। আপাতত আবহাওয়া এমনই থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। বড়দিন আসতে আর বেশি দেরি নেই।
কবে থেকে জাঁকিয়ে শীত পড়বে শহরে সেদিকেই তাকিয়ে রয়েছেন শহরবাসী।শহরের তাপমাত্রা ফের বাড়তে শুরু করেছে। রবিবার এক ধাক্কায় ২ ডিগ্রি বাড়ল শহরের তাপমাত্রা। ১৫ থেকে বেড়ে ১৮ ডিগ্রি হয়ে গিয়েছে শহরের তাপমাত্রা।
হঠাৎ করে শীত উধাও হওয়াতে মুষরে পড়েছেন শহরবাসী। আর কয়েকদিন মাত্র অপেক্ষা তারপরেই বড়দিন। গরমের মধ্যেই কি আবার বড়দিন কাটাতে হবে। এমনই আশঙ্কায় রয়েছেন তাঁরা। যদিও এখনও পর্যন্ত তেমন কোনও পূর্বাভাস দেয়নি শহরবাসী। তাপমাত্রার পারদ পতন ১৫ ডিসেম্বর থেকে শুরু হবে বলে আগে থেকে পূর্বাভাস দিয়েছে শহরবাসী।