ব্যুরো রিপোর্ট: ফিফা বিশ্বকাপে রাউন্ড অব সিক্সটিন পর্ব সমাপ্ত। চূড়ান্ত হয়ে গেল কোয়ার্টার ফাইনালের সূচি। রাউন্ড অব সিক্সটিনের শেষ দিনে মরক্কো টাইব্রেকারে ৩-০ গোলে স্পেনকে হারিয়ে বিশ্বকাপ থেকে ছিটকে দেয়। মরক্কোর পর শেষ দল হিসেবে শেষ আটের টিকিট পেয়েছে পর্তুগাল। বিদায় নিয়েছে সুইৎজারল্যান্ড।বিশ্বকাপে বুধ ও বৃহস্পতিবার কোনও খেলা নেই।
শুক্রবার ভারতীয় সময় রাত সাড়ে ৮টায় প্রথম কোয়ার্টার ফাইনালে গতবারের রানার-আপ ক্রোয়েশিয়ার বিরুদ্ধে খেলবে ব্রাজিল। এই ম্যাচের পরই ভারতীয় সময় রাত সাড়ে ১২টা থেকে নেদারল্যান্ডস বনাম আর্জেন্তিনা ম্যাচ। শুক্রবারের দুটি কোয়ার্টার ফাইনালে যারা জিতবে তারা ১৩ ডিসেম্বর ভারতীয় সময় রাত সাড়ে ১২টায় মুখোমুখি হবে প্রথম সেমিফাইনালে।
অর্থাৎ সেমিফাইনালে ব্রাজিল বনাম আর্জেন্তিনা দ্বৈরথের সম্ভাবনা রয়েছে।শনিবার রয়েছে আরও দুটি কোয়ার্টার ফাইনাল। ভারতীয় সময় রাত সাড়ে ৮টা থেকে মরক্কো খেলবে বিরুদ্ধে পর্তুগালের বিরুদ্ধে। মরক্কো এই প্রথম বিশ্বকাপের শেষ আটে পৌঁছেছে। পর্তুগাল পৌঁছেছে এই নিয়ে তৃতীয়বার, ২০০৬ বিশ্বকাপের পর এবারই প্রথম।
মরক্কো বনাম পর্তুগাল ম্যাচের শেষে রাত সাড়ে ১২টা থেকে মুখোমুখি হবে ইংল্যান্ড এবং গতবারের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। শনিবার যে দুটি কোয়ার্টার ফাইনাল হবে তার জয়ী দল দ্বিতীয় সেমিফাইনাল খেলবে ১৪ ডিসেম্বর, ভারতীয় সময় রাত সাড়ে ১২টা থেকে।
সেমিফাইনালে যে দুটি দল পরাস্ত হবে তারা খেলবে তৃতীয় স্থান নির্ণায়ক ম্যাচ। সেই ম্যাচটি হবে ১৭ ডিসেম্বর, ভারতীয় সময় রাত সাড়ে ৮টা থেকে। ১৮ ডিসেম্বর রাত সাড়ে ৮টা থেকে লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ ফাইনাল।