ব্যুরো রিপোর্ট: শনিবার সকালে জম্মু ও কাশ্মীরের ত্রালে খতম ৩ জৈশ-ই-মহম্মদ জঙ্গি। বিশ্বস্ত সূত্রে খবর পাওয়ার পরে অবন্তিপোরার ত্রালের নাগবায়েরানে অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী।
বাহিনীর উপস্থিতি টের পাওয়ার পরেই পাল্টা গুলি চায় জঙ্গিরা। নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াই চলে বেশ কিছুক্ষণ। ৩ জঙ্গি মারা পরার পরে এলাকা ঘিরে তল্লাশি অভিযান শুরু করে বাহিনী।