ব্যুরো রিপোর্ট: সিসি টিভির ফুটেজ দেখে শিলিগুড়িতে একটি ডাকাতির ঘটনায় যুক্ত দুস্কৃতিদের সনাক্ত করে শিলিগুড়ির পুলিশের একটি দল।
প্রায় দশদিনের মাথায় দিল্লি থেকে গ্রেফতার করলো চার দুস্কৃতিকে। গত কাল ধৃতদের দিল্লি ও গুরুগাঁও থেকে গ্রেফতার করে গুরুগাঁওয়ের নিম্ন আদালতে তুলে ট্রানজিট রিমান্ডে শিলিগুড়িতে নিয়ে আসা হয়।
পুলিশ সুত্রে জানা গেছে, গত আগষ্ট মাসের ২৩তারিখে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের অন্তর্গত ভক্তিনগর থানার আসরফ নগর এলাকায় জনৈক মহম্মদ আদান হোসেনের বাড়িতে রাতের দিকে
আগ্নেয়াস্ত্র ও নানান অস্ত্রসস্ত্র নিয়ে ডাকাতির উদ্দ্যেশে পাঁচজন দুস্কতি চড়াও হয়। এরপর গৃহকর্তাকে মারধোর করে বাড়িতে লুঠপাঠ চালায়।আগামীকাল ধৃতদের আজ শিলিগুড়ি আদলতে তোলা হবে।