দাবানলে প্রান বাঁচাতে গিয়ে শহিদ আলজেরিয়ায় ২৫ সেনাসদস্যসহ ৪২ জন

দাবানলে প্রান বাঁচাতে গিয়ে শহিদ আলজেরিয়ায় ২৫ সেনাসদস্যসহ ৪২ জন

ব্যুরো রিপোর্ট:  মঙ্গলবার আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সের পূর্বাঞ্চলীয় কাবিলাই অঞ্চলে ভয়াবহ দাবানলের আগুনে ২৫জন সেনা সদস্যসহ ৪২ জনের মৃত্যু হয়েছে।একই সঙ্গে দাবানলের কারণে সৃষ্ট উঁচু ধোঁয়ায় এলাকাগুলো ঢেকে গেছে।

জানা যাচ্ছে আলজেরিয়ায় এই আগুনের সূত্রপাত হয় বেজাইয়া ও তিজি ওউজোউ এলাকায়।দাবানল ছড়িয়ে পড়ার পর বিপদাপন্ন মানুষের উদ্ধারে কাজ শুরু করেন ওই দেশের সেনাসদস্যরা।

আলজেরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সুত্রে খবর, সেনাসদস্যদের কারণে দাবানলের কবল থেকে নারী ও শিশুসহ ১১০ জন মানুষ রক্ষা পেয়েছেন। এ ছাড়া উদ্ধারকাজ পরিচালনা করতে গিয়ে আরও ১৪ সেনাসদস্য আহত হয়েছেন।

আলজেরিয়ায় প্রধানমন্ত্রী আইমান বেন আবদুর রহমানের বরাত দিয়ে বুধবার এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সের পূর্বাঞ্চলে সোমবার রাত থেকে ভয়াবহ এ দাবানলের সৃষ্টি হয়।

দাবানলে ৪২ জনের মৃত্যু হয়। জানা যাচ্ছে, তাদের মধ্যে ২৫ সেনাসদস্য ও ১৭ জন বেসামরিক। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে আলজেরিয়ার প্রধানমন্ত্রী আইমান বেন আবদুর রহমান বলেন,

‘চলমান সংকটজনক পরিস্থিতিতে সহায়তা চেয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আবেদন জানিয়েছি। এ ছাড়া ছড়িয়ে পড়া আগুন নেভাতে প্লেন ভাড়া করা হচ্ছে।’

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, উদ্ধার অভিযানের মধ্যেই আগুনে পুড়ে মারা যান ২৫জন সেনাসদস্য। ঘটনায় সমবেদনা জানিয়ে আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদুল মজিদ তিবোউনি টুইট করে বলেন,

‘এটা খুবই দুঃখের বিষয় যে- ভুক্তভোগী মানুষকে উদ্ধারের সময় আমাদের ২৫ সেনাসদস্য শহীদ হয়েছেন। মৃত্যুর আগে তারা শতাধিক মানুষকে দাবানলের কবল থেকে সফলভাবে উদ্ধার করতে সক্ষম হয়েছিলেন।’

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *