ব্যুরো রিপোর্ট: ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল ৬ জনের। ঘটনাটি ঘটেছে বকুলতলা থানা এলাকায় মনিতট সীমানা বাজার এলাকায়।কুলতলী থানার অধিনস্ত রাধাবল্লভপুর মল্লিকপুর এলাকার প্রায় ২৫ জন শ্রমিক তামিলনাড়ুতে কাজে যাচ্ছিলেন বোলেরো পিকআপ গাড়ি করে।
রবিবার রাত প্রায় পৌনে বারোটা নাগাদ বকুলতলা থানা এলাকার সীমানা বাজারের কাছে বোলেরো পিকআপ গাড়ি সজোরে একটি গাছে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৬ জনের।
ঘটনার খবর পেয়ে মুহূর্তে বকুলতলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে আহতদের উদ্ধার করে স্থানীয় নিমপীঠ গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য।
আর মৃত্যু হয়েছে রফিক সেখ (৮৫), হাসান সেখ(২৫), বাবুরালি মিস্ত্রী(২৭), জামাল মল্লিক(২৭), সইদুল মোল্লা(৫৫), হাসান মোল্লা(৩০) নামে চার জনের।আহত ব্যক্তিদের অবস্থা সংকটজনক হলে তাদেরকে কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
মৃত ছ’জনের মধ্যে একই পরিবারের পাঁচ রয়েছেন। ঘটনাস্থলে বারুইপুর পুলিশ জেলার পুলিশ আধিকারীকের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে আসে। দুর্ঘটনাগ্রস্থ গাড়ি টি উদ্ধার করে আনেন বকুলতলা থানার পুলিশ।
তবে এমন মর্মান্তিক দূর্ঘটনা কিভাবে ঘটেছে তা তদন্ত করছে বকুলতলা থানার পুলিশ। এই দুর্ঘটনার খবর এলাকায় চাউর হতে। এলাকায় নেমে আসে শোকের ছায়া। তবেভয়াবহ দুর্ঘটনায় মৃতদের পরিবার পাশে থেকে ও সাহায্য করার আশ্বাস দিয়েছেন কুলতলি বিধায়ক গণেশ চন্দ্র মন্ডল।