ব্যুরো রিপোর্ট: কয়েক দিন আগেই রাজ্যসভা থেকে তৃণমূল সাংসদ শান্তনু সেনকে সাসপেন্ড করা হয়েছিল। কেন্দ্রীয় মন্ত্রীর হাত থেকে কাগজ কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলার জেরে, পুরো বাদল অধিবেশনের জন্য সাসপেন্ড করা হয়েছে তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেনকে।
রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু তৃণমূল সাংসদের শাস্তির ঘোষণা করেন। শান্তনু সেনের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ এনেছিল কেন্দ্র। সরকারের তরফে এই প্রস্তাব আনেন সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী ভি মুরলীধরন। এই প্রস্তাবের প্রেক্ষিতেই শান্তনু সেনকে গোটা বাদল অধিবেশনের জন্য সাসপেন্ড করা হয়।আজও নানা ইস্যুতে উত্তাল সংসদের দুই কক্ষ।
রাজ্যসভায় প্রবল বিক্ষোভ দেখাচ্ছিলেন তৃণমূল কংগ্রেস সাংসদরা। অশোভন আচরণের অভিযোগে তৃণমূল কংগ্রেসের ৬ সাংসদকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে। সাসপেন্ড হওয়া তৃণমূল সাংসদদের মধ্যে রয়েছেন দোলা সেন,
নাদিমূল হক, মৌসম নূর, শান্তা ছেত্রী, আবিররঞ্জন বিশ্বাস এবং অর্পিতা ঘোষ। তাঁদের রাজ্যসভা থেকে বেরিয়ে যেতে বলা হয়। তাঁদের সাসপেন্ড করেন রাজ্যসভার চেয়ারম্যান।পালটা সরব হয়েছেন তৃনমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েনও।
টুইটে তিনি জানিয়েছেন বেলা ২টো থেকে রাজ্যসভায় সমস্ত বিরোধীরা একজোট হয়ে এই ঘটনার প্রতিবাদ জানাবেন। মোদী-শায়ের স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলা হবে বলেও হুঁশিয়ারি দেন তৃণমূল।