চোর সন্দেহে ১৬ বছরের কিশোরকে নৃশংসভাবে খুন ট্যাংরায়, ধন্দে পুলিশ

চোর সন্দেহে ১৬ বছরের কিশোরকে নৃশংসভাবে খুন ট্যাংরায়, ধন্দে পুলিশ

ব্যুরো রিপোর্ট:  ট্যাংরায় ১৬ বছরের কিশোরকে নৃশংস কায়দায় খুন। মৃতের নাম মহম্মদ সোনু। নাইট কার্ফু চলাকালীন ঘরের বাইরে সেই কিশোরকে খুন করা হয়। প্রথমে রড দিয়ে ছেলেটিকে জোরে আঘাত করা হয়। তারপর তার মৃত্যু নিশ্চিত করতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়।

তারপর এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হলে ছেলেটিকে মৃত বলে ঘোষণা করা হয়। প্রাথমিক তদন্ত শুরু করে ইতিমধ্যেই এই ঘটনায় জড়িত ৬ জনকে গ্রেফতার করেছে পুলিস। তিনজনকে ইতিমধ্যেই জেরা করা হচ্ছে। তবে ঠিক কীভাবে এই মৃত্যু ঘটল তা নিয়ে এখনও ধোঁয়াশায় পুলিস।

শিয়ালদহ মার্কেটে সবজির ব্যবসা করা সেই কিশোরের খুনের পিছনে কী কারণ থাকতে পারে? কিশোরটিকে চোর সন্দেহে পিটিয়ে খুন করা হয়েছিল বলেই প্রাথমিক অনুমান। কিন্তু তাতে বেশ কিছু অসঙ্গতি রয়েছে।জানা যাচ্ছে ঘটনার দিন রাত ১টার সময় বাড়ি থেকে বেরিয়েছিল সোনু।

নাইট কার্ফু চলাকালীন কেন সে অত রাতে বাড়ি থেকে বের হয়েছিল? তা নিয়ে প্রশ্ন উঠছে। তার পরিবারের দাবী, শিয়ালদহ মার্কেটে সবজির ব্যবসা করত বলেই সে অত রাতে বাড়ি থেকে বের হত। তাই নাইট কার্ফুতেই তাকে বেরোতে হয়েছিল।

মৃতের পরিবারের দাবি ছেলেটি মদ্যপানের প্রতিবাদ করাতেই তাকে খুন করা হয়েছে। ট্যাংরার দেবেন্দ্র রোডের এই কিশোর খুনের ঘটনায় তদন্ত নেমেছে পুলিশ। ঘটনাস্থলের সিসিটিভির ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *