ছ’বছরের মেয়ের অন্ত্রে ২৩টি ম্যাগনেট বল

ছ’বছরের মেয়ের অন্ত্রে ২৩টি ম্যাগনেট বল

ব্যুরো রিপোর্ট:  সম্প্রতি সাসেক্সের ছ’বছরের এক খুদেকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছেন কোস্টা। সন্তানকে ফিরে পাওয়ার পর অন্য অভিভাবকদের উদ্দেশে বাচ্চাটির মায়ের বার্তা, ‘দয়া করে বাচ্চাদের ম্যাগনেট নিয়ে খেলতে দেবেন না!

’বাচ্চাটির মা টানিথ জানিয়েছেন, টিকটক ভিডিয়ো দেখেই ওই ম্যাগনেটের প্রতি বাচ্চাটির আগ্রহ জন্মেছিল। পুতুলের গয়না বানানোর জন্য ওই ম্যাগনেট বল সংগ্রহের নেশায় মেতেছিল সে।

স্কুলে বলগুলি নিয়ে খেলতে গিয়ে ২৩টি ম্যাগনেট বল গিলে ফেলে বাচ্চাটি। ১২ সেপ্টেম্বর আচমকা পেটব্যথা শুরু হয় তার। সঙ্গে বমিও। ডাক্তারের কাছে নিয়ে গেলে শিশুটির অ্যাপেন্ডিসাইটিস ধরা পড়ে।

সার্জেনরা অ্যাপেন্ডিক্স বাদ দেওয়ার অপারেশন করতে গিয়ে বাচ্চাটির অন্ত্রে ম্যাগনেট বলগুলির হদিশ পান। ২৩টি চুম্বকীয় বল একসঙ্গে জুড়ে একটা হারের আকার নিয়েছিল।

সার্জেন কোস্টা জানান, ম্যাগনেট বলগুলো ইতিমধ্যেই অন্ত্রে ছিদ্র করতে শুরু করেছিল, আর বেশি দেরি হলে মৃত্যুও হতে পারত। তবে, চিকিৎসকদের তৎপরতায় বাচ্চাটির শরীরে স্থায়ী কোনও ক্ষতি হয়নি।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *