ব্যুরো রিপোর্ট: শিষ্যকে খুনের ঘটনায় ডেরা সাচ্চা সৌদা প্রধান গুরমিত রাম রহিমকে দোষী সাব্যস্ত করল হরিয়ানার বিশেষ সিবিআই আদালত। এই ঘটনায় আরও পাঁচজনকে দোষী সাব্যস্ত করেছে আদালত।
২০০২ সালে জুলাই মাসে রাম রহিমের শিষ্য রণজিৎ সিংহের গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়। এই ঘটনায় রাম রহিমের বিরুদ্ধে বাবাকে খুনের অভিযোগ জানান ওই ব্যক্তির ছেলে।
এই ঘটনায় সিবিআই দাবি করেছিল, রাম রহিম শিষ্যদের উপর যে যৌন নির্যাতন চালাতেন তা বাইরে প্রকাশ করেছিলেন রণজিৎ সিং।
এর পরেই তাঁকে খুনের পরিকল্পনা করা হয়। আপাতত ধর্ষণ এবং সাংবাদিককে খুনের ঘটনায় ২০ বছরের সাজা ভোগ করছেন রাম রহিম। রোহতকের সুনারিয়া জেলে আছেন তিনি।