ব্যুরো রিপোর্ট: বড়বাজারের আমড়াতলা স্ট্রিটে প্লাস্টিকের গুদামে আগুন। সকাল ১১টা নাগাদ চারতলা বাড়ির নীচের তলায় আগুন লাগে। আচমকা ধোঁয়া দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা দমকলে খবর দেন।
দমকলের দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। ঘিঞ্জি এলাকায় আগুন লাগায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চারতলা ওই বহুতলের নীচতলায় সেলোটেপের গুদাম রয়েছে।
এ দিন সকালে আচমকাই গুদামটিতে আগুন লেগে যায়। কী কারণে আগুণ লেগেছে তা এখনও জানা যায়নি। অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের কোনও খবর নেই। দমকলকর্মীরা জানিয়েছে, আগুন যাতে না ছড়ায় তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে।