ব্যুরো রিপোর্ট: মঙ্গলবার বেলার সময় দ্বিতীয় হুগলি সেতুতে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। বাসের সাথে একটি মোটর বাইকের রেষারেষিতে মৃত্যু হল এক বাইক আরোহীর।
সাঁতরাগাছি থেকে আসা একটি বাস পিষে দিল এক বাইক আরোহী কে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই বাইক আরোহীর। তবে ওই বাইক আরোহী সঙ্গে উপস্থিত ছিল আরও একজন।
তিনি জখম হয়েছেন ।তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। তবে উপস্থিত সাধারণ মানুষের ক্ষোভ ঘটনাটি ঘটে যাওয়ার পর ওই ব্যক্তি দীর্ঘক্ষন ওখানে পড়েছিল।
পুলিশ ওখানে আসিনি। পুলিশকে বারবার করে অনুরোধ করা হলেও পুলিশ বিষয়টিকে এড়িয়ে যায়। শেষ পর্যন্ত স্থানীয় মানুষের উপস্থিতিতেই ওই ব্যক্তিকে ওখান থেকে নিয়ে যাওয়া হয়।
পরবর্তী সময় পুলিশ এসে ওখানে উপস্থিত হয়। সাধারণ মানুষের অভিযোগ পুলিশ এসে আগে ওখানে ওই ব্যক্তিকে উদ্ধার করলে তাহলে ওই বাইক আরোহী হয়তো বেঁচে যেত।