ব্যুরো রিপোর্ট: চুরির অভিযোগে এক ব্যক্তিকে ট্রাকের সঙ্গে বেঁধে টেনে নিয়ে যাওয়ার অভিযোগ উঠল মধ্যপ্রদেশে।
এই ঘটনার কিচ্ছুক্ষণ পরেই মৃত্যু হয় ওই ব্যক্তির। ইতিমধ্যে এই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়া।
আর ঘটনার ভিডিওটি নেটমাধ্যমে দিয়ে মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথ লিখেছেন, ‘উপজাতি সম্প্রদায়ের ব্যক্তির সঙ্গে কী ধরনের বর্বরতা এটি?’
এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের নিমচা জেলার কালান গ্রামে। নেটমাধ্যমে যে ভিডিওটি সামনে এসেছে তাতে দেখা গিয়েছে,
কানাইলাল নামক ভিল সম্প্রদায়ভুক্ত এক ব্যক্তির বিরুদ্ধে চুরির অভিযোগ দিয়ে গুর্জর সম্প্রদায়ের কয়েকজন তার পায়ে দড়ি পরিয়ে দিয়ে ট্রাকের পিছনে বেঁধে দেয়। এর পর ট্রাক তাকে টানতে টানতে নিয়ে যায়।
এর পর পুলিশ এসে কানাইলাললে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় আট জনকে চিহ্নিত করেছে পুলিশ। এর মধ্যে চার জনকে গ্রেফতার করেছে তারা।