ত্রিপুরায় সিপিএম-কংগ্রেসের অবস্থা নিয়ে কটাক্ষ! বিধানসভার আগেই নির্বাচনী লড়াইয়ের ইঙ্গিত অভিষেকের

ত্রিপুরায় সিপিএম-কংগ্রেসের অবস্থা নিয়ে কটাক্ষ! বিধানসভার আগেই নির্বাচনী লড়াইয়ের ইঙ্গিত অভিষেকের

ব্যুরো রিপোর্ট:  ত্রিপুরায় মানুষের সরকার প্রতিষ্ঠা করে দেখাবে তৃণমূলই । তারাই একমাত্র সেখান থেকে বিজেপিকে হঠাতে পারে। বাম-কংগ্রেস পারবে না সেই কাজ। দলীয় নেতৃত্বের সঙ্গে ভার্চুয়াল বৈঠক।

সেই বৈঠকে এমনটাই বললেন তৃণমূলে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ।মহালয়ার দিন ত্রিপুরায় স্টিয়ারিংম কমিটি ঘোষণার পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় শুক্রবার ত্রিপুরা তৃণমূলের স্টিয়ারিং কমিটি এবং যুব কমিটির নেতাদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করেন।

সেই বৈঠকেই তিনি ত্রিপুরায় একটা সময়ে টানা ২৫ বছর শাসন করে আসা সিপিএম নেতৃত্বাধীন বামফ্রন্টকে কটাক্ষ করেন। তিনি বলেন, সিপিএম তথা বামেরা রাজ্যে কোথাও নেই। রাস্তা-মাঠে, ভোটে কোথাও নেই। তারা কার্যত বসে গিয়েছে।

যদিও সিপিএম-এর তরফে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য উড়িয়ে বলা হয়েছে, রাস্তায় যদি কোনও রাজনৈতিক দল বেশি থাকে, তাহলে বামেরাই রয়েছে। সিপিএম-এর তরফে বলা হয়েছে তাদের রাজ্য দফতর দেব স্মৃতি ভবনে আগুন লাগানো হলে,

সেখানে দেখা করতে গিয়েছিল তৃণমূলের প্রতিনিধিদল। সিপিএম সেখানে আছে বলেই হিংসার ঘটনা ঘটছে আর তৃণমূলও দেখা করতে যাচ্ছে বলেও মন্তব্য করা হয়েছে।বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ত্রিপুরায় কংগ্রেসকে অস্তিত্বহীন বলে বর্ণনা করেন।

কটাক্ষ করে তিনি বলেন, ওই দল থেকে প্রতিদিন চার-পাঁচজন করে ইস্তফা দিচ্ছেন। তাঁর আরও কটাক্ষ এক-দেড় পাস্টেন্টের দল হয়ে গিয়েছে তারা।অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেন, তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে ত্রিপুরায় বিপ্লব দেব সরকারকে হঠিয়ে মানুষের সরকার প্রতিষ্ঠা করবে।

সেই জায়গায় দাঁড়িয়ে সিপিএম-কংগ্রেসকে ভোট দেওয়ার অর্থ ভোট নষ্ট করা। বিজেপিকে তাড়াতে পারবে একমাত্র তৃণমূলই, দাবি করেন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আহ্বান বিজেপিতে তাড়াতে হলে তৃণমূল ও মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে হবে।

জোড়া ফুলে মানুষের আস্থা, ভালবাস বাড়ছে বলেও মন্তব্য করেন তিনি।প্রশাসনিক বাধায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সেপ্টেম্বরে ত্রিপুরায় য়েতে পারেননি। তিনি বলেছিলেন, সেখানে করোনার বিধিনিষেধ তোলা হলেই যাবেন।

জানা গিয়েছে নভেম্বরে ত্রিপুরায় যাচ্ছেন অভিষেক। আর ডিসেম্বরে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। পুজোর শেষেই ২১ অক্টোবর থেকে টানা ১০ দিন সেখান প্রচারসূচি নিয়েছে তৃণমূল কংগ্রেস।

সেখানে রাস্তায় নামবে দিদির দূত। মানুষের কাছে গিয়ে তাঁদের মন বোঝার পরামর্শ দেওয়া হয়েছে, দলের নেতা-কর্মীদের। জানা গিয়েছে বিধানসভা ভোটের আগে সেখানে পুরভোট রয়েছে। সেই ভোটে তৃণমূল লড়াই করতে পারে।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *