ব্যুরো রিপোর্ট: দেশের ৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষে ও বঙ্গভঙ্গ এর বিরোধিতা কে সামনে রেখে ১ ভ্রাম্যমান প্রদর্শনের সূচনা করা হলো রাজ্য পরিবহণ নিগমের পক্ষ থেকে। কলকাতার ধর্মতলা ডিপোতে একটি ট্রামকে এসংক্রান্ত প্রচুর ছবি,
সেই সময় স্বাধীনতা সংগ্রামীদের ও বঙ্গভঙ্গ-বিরোধী মানুষজনের ব্যবহার করা বিভিন্ন দ্রব্য ও তথ্য কে সাজিয়ে রেখে সাধারণ মানুষের এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরে সেসময়ের ইতিহাসকে স্মরণ করিয়ে দেওয়ার উদ্দেশ্যে এই অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে।
ধর্মতলা থেকে এই গ্রামটি প্রতিদিন শহর কলকাতার সমস্ত ট্রাম রুট চলবে এবং সাধারণ মানুষকে এই ট্রামে চোরে ইতিহাসকে ফিরে দেখার সুযোগ করে দেবে। জানালেন রাজ্যের পরিবহন সচিব,,, রাজেশ সিনহা,
স্বাধীনতা দিবসের দিন কলকাতার ট্রাম ডিপোর পক্ষ থেকে একটি নতুন ধরনের ট্রাম এর উদ্বোধন করা হয়। যা সম্পূর্ণভাবে স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে গঠিত হয়েছে। এটি উদ্বোধন করেন এদিন ফিরহাদ হাকিম।
এর বিশেষত্ব এর মধ্যে দেখা যাবে স্বাধীনতা সংগ্রামীদের জীবন। তাছাড়া ১৯৪৭ সালের পর দেশে কি কি ঘটেছে, কারা কারা দেশের জন্য আত্মত্যাগ করেছেন তাদের ব্যবহৃত জিনিসপত্র সব কিছুই ট্রাম এর মধ্যে তুলে ধরা হয়েছে।
এক কথা এক টুকরো মিউজিয়াম। এই ট্রামটি আজ শহর কলকাতায় সারা দুনিয়ায় ঘুরবে। আগামীকাল থেকে ধর্মতলা এটি থাকবে ।যে কেউ এসে এই ট্রাম পরিদর্শন করতে পারবেন। পরিদর্শন করতে গেলে কোন টিকিট মূল্য লাগবে না বলে জানা গিয়েছে।বাইট ফিরহাদ,,,,