কলকাতা পুরসভার সদরদপ্তরে ধরা পরল প্রতারক চক্রের এক পান্ডা।

কলকাতা পুরসভার সদরদপ্তরে ধরা পরল প্রতারক চক্রের এক পান্ডা।

ব্যুরো রিপোর্ট:  কলকাতা পুরসভার সদরদপ্তরে ধরা পরল প্রতারক চক্রের এক পান্ডা। অমিতাভও বস নামে বছর পঁয়ত্রিশের এই যুবক দমদম ক্যান্টনমেন্ট এর বাসিন্দা বলে জানা গিয়েছে। কলকাতা পুরসভা এ চাকরি করে দেওয়ার নাম করে প্রায় 35 জনের থেকে 10 হাজার টাকা করে,,, অগ্রিম নেয় সে।

টাকা নিয়ে চাকরি দেওয়ার নাম করে আরো অনেকের কাছ থেকে প্রচুর টাকা এই অমিতাভ বলেছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এদিন অর্চনা ধর ও সমীর সাধুখা নামে দুই ব্যক্তিকে পুরসভায় চাকরিতে জয়েন করানোর জন্য ডেকে পাঠায় অমিতাভ বোস।

বিষয়টি নজরে আসার সাথে সাথেই পুরসভার কর্তব্যরত কর্মী ও পুলিশ রা তাকে ধরে ফেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায় এই রেকেট এর সঙ্গে যুক্ত রয়েছে আরও কয়েকজন ব্যক্তি।

ধৃত অমিতাভ বোসের কথা অনুযায়ী দমদম ক্যান্টনমেন্টের গোরা বাজারের বাসিন্দা রাজ্য সরকারের অবসরপ্রাপ্ত কর্মী দ্বীপেন রায় চৌধুরী এবং সোনার পুরের বাসিন্দা প্রণয় বোষ নামে দুই ব্যক্তি এই চক্রের সঙ্গে যুক্ত।

ধৃত অমিতাভ বোস মূলত এই রেকেট এর এজেন্ট হিসেবে কাজ করতো বলে জানিয়েছে। পুলিশ ধৃত প্রতারণার দায়ে অভিযুক্ত অমিতাভ বোস কে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে বলে জানা গিয়েছে।


ইতিমধ্যেই শহর কলকাতাজুড়ে প্রতারণা চক্রের বাড়বাড়ন্ত নিয়ে সরব হয়েছেন কলকাতা পুরসভার বর্তমান প্রশাসক মন্ডল এর চেয়ারম্যান ফিরহাদ হাকিম। গত শনিবার টক টু কেএমসি অনুষ্ঠানে প্রকাশ্যে এ ধরনের প্রতারকদের চিহ্নিত করে তাদেরকে পুলিশের হাতে তুলে দেওয়ার আবেদন জানিয়েছিলেন মানুষের কাছে।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *