আমরণ অনশনে বসলেন বিশ্বভারতীর এক পড়ুয়া

আমরণ অনশনে বসলেন বিশ্বভারতীর এক পড়ুয়া

ব্যুরো রিপোর্ট:  বিশ্বভারতী ছাত্র-ছাত্রীদের আন্দোলনের রূপরেখা পরিবর্তন, এবার অবস্থান মঞ্চ থেকে একজন ছাত্রী বসলেন অনশনে। যতক্ষণ না ছাত্র-ছাত্রীদের দাবি-দাওয়া মেনে না নেওয়া হচ্ছে ততক্ষণ এই অনুষ্ঠান চলবে বলে জানিয়েছেন ছাত্রছাত্রীরা।

আপাতত অনশনে বসলেন বিশ্বভারতীর বরখাস্ত হওয়া ছাত্রী রুপা চক্রবর্তী। এরপরে সাসপেন্ডেড অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্যও অনশনে বসেছেন বলে জানা গিয়েছে।৫০ টাকা থেকে ১৪০০ টাকা করা হয়েছে ফি। এরই বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়েছিলেন পড়ুয়াদের একাংশ।

সেই কারণে ফাল্গুনী পান, সোমনাথ সৌ এবং রুপা চক্রবর্তীকে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী তিন বছরের জন্য সাসপেন্ড করে বলে অভিযোগ। পাশাপাশি একই কারণে দুই শিক্ষককেও সাসপেন্ড করা হয়।

এর প্রতিবাদে গত ২৭ আগস্ট বিশ্বভারতীতে উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ-অবস্থান শুরু করেন পড়ুয়াদের একাংশ। পড়ে আদালতে নির্দেশে বিক্ষোভ কর্মসুচি তুলে নেয় পড়ুয়ারা।

কিন্তু তার পরেও ফিস কমানো হয়নি এবং পড়ুয়া ও শিক্ষকদের সাসপেনশন প্রত্যাহার করা হয়নি। রবিবার অনশনে বসার আগে হাতে ফুলের তোড়া নিয়ে উপাচার্যর বাসভনে যান আন্দোলন

পড়ুয়ারা। অবশ্য উপাচার্য বাড়ির দরজা না খোলায় বাইরেই ফুলের তোড়া রেখে দেন পড়ুয়ারা। এর পররেই আমরণ অনশনে বসেন তাঁরা।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *