চলতি বছরে ভারতে ১২৬ বাঘের মৃত্যু হয়েছে, রিপোর্টে জানাল এনটিসিএ

চলতি বছরে ভারতে ১২৬ বাঘের মৃত্যু হয়েছে, রিপোর্টে জানাল এনটিসিএ

ব্যুরো রিপোর্ট:  ভারতের জাতীয় পশু বাঘ। তবে বিভিন্ন কারণে এক সময় বাঘের সংখ্যা অনেকটা কমে এসেছিল। এর পরে বাঘ সংরক্ষণের চেষ্টা শুরু হয়। কিন্তু তা সত্বেও ২০২১ সালে নানা কারণে ভারতে ১২৬টি বাঘের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার এমনটাই পরিসংখ্যান দিয়েছে কেন্দ্রীয় সরকারি সংস্থা ‘জাতীয় ব্যাঘ্র সংরক্ষণ কর্তৃপক্ষ’ বা এনটিসিএ।যে সব কারণে চলতি বছরে বাঘের মৃত্যু হয়েছে সেগুলি হল- চোরাশিকারি, গণপিটুনি, সড়ক দুর্ঘটনা এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে বলি হয়েছে ভারতের জাতীয় পশু।

এর মধ্যে আবার ৬০টি বাঘের মৃত্যু হয়েছে চোরাশিকারিদের গুলি, ফাঁদ ও বিষক্রিয়ায়।এনটিসিএ ২০১২ সাল থেকে বাঘের সংখ্যা ও মৃত্যু সংক্রান্ত বার্ষিক রিপোর্ট পেশ করছে। এই রিপোর্ট থেকে জানা গিয়েছে, ২০১৬ সালে ১২১টি বাঘের মৃত্যু হয়েছিল।

তবে চলতি বছরে ১ জানুয়ারি থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত পাওয়া রিপোর্ট অনুযায়ী ২০২১ সালে বাঘের মৃত্যু সংখ্যা রেকর্ড গড়েছে।রিপোর্ট অনুযায়ী, গত এক বছরে মধ্যপ্রদেশে ৪১টি বাঘের মৃত্যু হয়েছে। মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে ২৫টি বাঘের

কর্নাটকে ১৫ এবং উত্তরপ্রদেশে ৯টি বাঘের মৃত্যু হয়েছে। এই বিষয়ে বনবিভাগের এক কর্তা জানিয়েছেন, ‘দুর্গম, গভীর জঙ্গলে প্রাকৃতিক কারণে কোনও বাঘের মৃত্যু হলে অনেক সময়ই তা নজর এড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।

’২০১৮ রিপোর্টে বলা হয়েছিল, ভারতের মোট বাঘের সংখ্যা ২,৯৬৭টি। তবে বিশেষজ্ঞদের একাংশের ধারণা, চলতি বছরে সেই সংখ্যা ৩০০০ পেরিয়ে গিয়েছে। এ ছাড়া গোটা বিশ্বের মধ্যে ভারতেই বাঘের সংখ্যা সব থেকে বেশি। ৭৫ শতাংশই রয়েছে ভারতে।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *