ব্যুরো রিপোর্ট: অবশেষে মুক্তি পেলেন তৃণমূলের ১৪ জন যুব নেতা। ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে তাঁদেরকে জামিন দেয় ত্রিপুরা আদালত।
যতক্ষণ ত্রিপুরার আদালতে জামিনের মামলা চলছিল, সেই পুরো সময়টায় খোয়াই থানায় বসেছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এদিন তৃণমূল নেতাদের হয়ে মোট ১২ জন আইনজীবী সওয়াল করেন। এর মধ্যে কলকাতা থেকে গিয়েছিলেন ৮ জন এবং বাকি চার জন ছিলেন ত্রিপুরার। অনেকক্ষণ সয়াল-জবাবের পর অবশেষে মুক্তি পান তৃণমূলের ১৪ জন নেতা।
প্রসঙ্গত, রবিবার ভোরবেলায় তৃণমূল নেতা কর্মীদের গ্রেফতার হওয়ার খবর সামনে আসে। তাঁদের বিরুদ্ধে মহামারি আইন প্রয়োগ করে গ্রেফতার করা হয়েছিল বলে জানা গিয়েছিল। এর পরেই সেখানে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে তিনি সোজা খোয়াই থানায় যান।
থানায় গিয়ে তিনি পুলিশ সুপার, এসডিপিও এবং ওসিকে হুঁশিয়ারি দিয়ে অভিষেক বলেন, তৃণমূল কংগ্রেস নেতাদের বিরুদ্ধে আপনি অভিযোগ দেখান, নয়তো জামিন দিন, না হলে জানান অভিযোগ কী। পুলিশরা বিজেপির কথায় কাজ করছেন বলেও অভিযোগ করেছেন তিনি।