ব্যুরো রিপোর্ট: ঘর থেকে একা রাস্তায় বেরনো এবং গায়ে পোশাক সেঁটে থাকার অপরাধে এক মহিলাকে খুন করল তালিবান জঙ্গিরা।
আমেরিকা ও আফগানিস্তানের এক যৌথ রিপোর্টে এমনটাই দাবি করা হয়েছে। অবশ্য ওই মহিলাকে খুনের কথা অস্বীকার করেছে আফগানিস্তানের এই জঙ্গি গোষ্ঠী।
জানা গিয়েছে, এই ঘটনাটি ঘটেছে আফগানিস্তানের উত্তর বলখ প্রদেশে। আমেরিকা ও আফগান সরকারের রিপোর্ট অনুযায়ী, নাজনিন নামে এক মহিলা মাজার-ই-শরিফ যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন।
বোরখা পরেই বেরিয়েছিলেন তিনি। কিন্তু, পোশাক শরীরে সেঁটে থাকা এবং বাড়ি থেকে একা বেরনোর ‘অপরাধে’ ওই মহিলাকে গুলি করে খুন করে তালিবান জঙ্গিরা।
অবশ্য এই খুন তারা করেনি বলে জানানো হয়েছে তালিবানের তরফে। কিন্তু, সেখানকার বাসিন্দাদের দাবি, তালিবানি জঙ্গিরা নতুন ফরমান জারি করেছে।
সেই অনুযায়ী, মানুষের জীবনযাত্রা নিয়ন্ত্রণ করতে শুরু করেছে তারা। এমনকি মহিলাদের বাইরে কাজ করাও বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া বাইরে পুরুষ সঙ্গী ছাড়া বেরোতে মানা করা হয়েছে বলে খবর।