ব্যুরো রিপোর্ট: রেললাইনের ধারে গাছ থেকে উদ্ধার হল এক যুবকের ঝুলন্ত মৃত দেহ। ঘটনাটি ঘটেছে হাওড়ার নিশ্চিন্দায়। তবে এটা আত্মহত্যা না খুন, তা জানার জন্য তদন্ত শুরু করেছে পুলিশ।সূত্রের খবর,
নিশ্চিন্দা থানার সাপুইপাড়া রেলগেট থেকে কিছুটা দূরে একটি নির্জন জায়গায় গাছের উপর থেকে উদ্ধার হয় ওই যুবকের ঝুলন্ত দেহ। জানা গিয়েছে, ঝুলন্ত অবস্থায় যুবকের মুখে মাস্ক এবং কানে হেডফোন লাগানো ছিল।
যুবকের দেহ দেখতে পেয়ে থানায় খবর দেন স্থানীয়রা। এর পর পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়।পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের নাম দীপক মেহরা।
যুবকের দেহটি ঝুলন্ত অবস্থায় উদ্ধার হলেও, পা ঠেকে ছিল মাটিতে। এর পরেই প্রশ্ন উঠতে শুরু করেছে, এটা খুন না আত্মহত্যা? তবে তা তদন্ত করে দেখছে পুলিশ।