সীমান্তে আটক পরিত্যক্ত পাক নৌকা

সীমান্তে আটক পরিত্যক্ত পাক নৌকা

ব্যুরো রিপোর্ট:  যত কান্ড যেন পাঞ্জাবে। কৃষক আন্দোলনে বড় ভূমিকা নিচ্ছেন কৃষকরা তো সেখানে আটকে যাচ্ছে প্রধানমন্ত্রীর গাড়ি। এবার সেখানেই একটি পরিত্যক্ত পাকিস্তানি নৌকা আটক করল বিএসএফ।

ঘটনাটি ঘটে শুক্রবার পাঞ্জাবের ফিরোজপুর জেলায়। এমনিতেই এই অঞ্চলটি পাক সীমান্তের কাছে হওয়ায় খুবই সংবেদনশীল। আগে বেশ কয়েকবার এখানে অবাক ড্রোনের আনাগোনা দেখা গিয়েছে। এবার সেখানেই দেখা মিলল আস্ত নৌকার।

বিএসএফের ১৩৬ ব্যাটেলিয়ন টহল দেওয়ার সময় ডিটি মল অঞ্চলে তাদের কাঠের ওই নৌকাটি প্রথম নজরে আসে। ওই অঞ্চলটি পুরোটাই আন্তর্জাতিক সীমানার মধ্যে পড়ে।

এক বিএসএফ আধিকারিক জানিয়েছেন, ‘শীতকালে এই অঞ্চলটি ঘন কুয়াশায় ঢাকা থাকে। নৌকাটি উদ্ধারের পর আমরা সেখানে তল্লাশি অভিযান চালাই।

এলাকার বাসিন্দাদের সতর্ক বলে দেওয়া হয়’। নিরাপত্তাবাহিনীর পক্ষে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল সন্দেহজনক কিছু দেখলেই যেন জানানো হয়।বিএসএফ জানিয়েছে, মাদককজাত দ্রব্য কিংবা সীমান্ত দিয়ে অস্ত্র পাচার করার জন্য ব্যবহার করা হয় এই ধরনের নৌকা।

গত বুধবার ফিরোজপুর থেকে ৩০ কিলোমিটার দূরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কনভয় একটি ফ্লাইওভারের উপরে আটকে যায়। বিক্ষোভে মধ্যে পড়ে আটকে যায় এই কনভয়।

প্রায় ২০ মিনিট ধরে আটকে থাকতে হয় প্রধানমন্ত্রীকে। কিন্তু এরপরেও আগে যেতে পারেনি। বরং গাড়ি ঘুরিয়ে বিমানবন্দরের দিকে চলে আসতে হয়।

এই ঘটনায় রীতিমত প্রশ্নের মুখে পড়ে প্রধানমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থা। আর এই ঘটনার পরেই কার্যত ব্যাপক চাপের মধ্যে পড়ে গিয়েছিল কংগ্রেস সরকার। ঘটনায় কংগ্রেসের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে ময়দানে নামে বিজেপি।

এমনকি প্রধানমন্ত্রীকে হত্যার মতো ষড়যন্ত্র করা হয়েছে বলে দলের একাংশ প্রশ্ন তুলতে শুরু করে। যদিও পঞ্জাব সরকার নিরাপত্তায় গাফিলতি মানতে নারাজ ছিল।

তাদের পালটা দাবি ছিল , রাজনৈতিকভাবে এই ঘটনা সাজানো হচ্ছে। পঞ্জাব ভোটের দিকে তাকিয়ে এই ঘটনা বলেও অভিযোগ কংগ্রেসের।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *