ব্যুরো রিপোর্ট: আইপিসিসি এর দেওয়া রিপোর্ট অনুযায়ী আগামী ১০ বছর এ পৃথিবীর তাপমাত্রা অনেকটা বাড়বে, পরিবর্তন হবে আবহাওয়ার যা খুব ই চিন্তার।
..২০১৮ সালে রিপোর্ট এ বলা হয়েছিলো ২০৪০ পৃথিবীর তাপমাত্রা ১.৫ বাড়বে, সেখানে এখন বলা হচ্ছে ২০৩০ সালের মধ্যে পৃথিবীর তাপমাত্রা ১.৫ বেড়ে যাবে।
পরিস্থিতি উন্নতি হয়নি বরং অবনতি হয়েছে. খারাপ আবহাওয়া পরিমান বাড়ছে। আরবান এলাকায় গরম বাড়ছে। সায়ক্লোন অনেক বেড়েছে, বর্ষা এক দুদিনে বেশি হয়েযাচ্ছে। এর জন্য পলিউশন পুরোপুরি দায়ী।
এটা সবার জন্য চিন্তার। সমুদ্রের জলের পরিমান বাড়ছে, বরফ এর চাদর গোলতে শুরু করেছে। মিনিমাম তাপমাত্রা সবসময় বেশি থাকছে। এটা থেকে বাঁচতে গেলে সব দেশ কে পিকুসান নিতে হবে। সবাই কে পলিউশন কমাতে হবে.