ব্যুরো রিপোর্ট: সময়ে চলে এসেছিল পুলিশ। আর তার জন্য়ই রুখে গিয়েছে আরও ডাকাতির পরিকল্পনা। তবে ডাকাতিতে অভিযুক্ত ব্যক্তি ছুটে পালাতে গিয়ে ‘টাইমিং’ এর গণ্ডগোল করে ফেলে! আর তাতেই ঘটে যায় বিপত্তি।
পা পিছলে সোজা কুয়োয় পড়ে যায় অভিযুক্ত। এরপর ঘটনাস্থলে সাইরেন বাজিয়ে ততক্ষণে পৌঁছে যায় পুলিশ। এই পরিস্থিতিতে পুলিশ বাড়ির আশপাশে খোঁজ খবর শুরু করতেই দেখে কুয়োয় পড়ে গিয়ে ত্রাহি ত্রাহি রবে রয়েছে ডাকাতিতে অভিযুক্ত।
কার্যত কুয়োয় পড়ে ডুবতে বসেছিল সেই ব্যক্তি। এরপর পুলিশের উদ্যোগে প্রাণ বাঁচে ব্যক্তির।ঘটনা তামিলনাড়ুর । গত ৩ অক্টোবর দুপুর ৩ টে ৫০ মিনিটে মারুতি নগর এলাকায় ডাকাতির ঘটনা ঘটে যায়।
রেড্ডি শেখর নামের এক ব্যক্তি অভিযোগ জানান, তাঁর গাড়ি মাঝ রাস্তায় দাঁড় করিয়ে সোনার চেন, মোবাইল ফোন, তিন হাজার টাকা চুরি করে পালায় দুষ্কৃতীরা।
এরপর সিসিটিভি ফুটেছে খোঁজ করে পুলিশ। আসল পাণ্ডাকে ধরতে রীতিমতো কসরৎ চালায় তারা। এরপর বহুভাবে তদন্ত , তল্লাশি করতে গিয়ে কিছুটা তত্ত্ব তলাশ করে ঘটনার তদন্তে কিনারার দিকে যেতে থাকে পুলিশ।
উল্লেখ্য, তামিলনাড়ুর ধর্মপুরীতে রয়েছে থপ্পুর গ্রাম। সেখানের গোবিন্দপুরা এলাকায় ডাকাত দলের সদস্যের সন্ধান পায় পুলিশ। এরপর আর কাল বিলম্ব না করে সেখানে পৌঁছে যায় পুলিশ ফোর্স। যে জায়গাটিতে সন্দেহ করেছিল সেই জায়গাটিতেই খোঁজ মেলে তিন ডাকাতের। এরপর ঘটে যায় এক আজব ঘটনা।