গৃহযুদ্ধের কারণে ভারত সফর বাতিল করলেন আফগান সেনাপ্রধান

গৃহযুদ্ধের কারণে ভারত সফর বাতিল করলেন আফগান সেনাপ্রধান

ব্যুরো রিপোর্ট : বিউরো রিপোর্ট তালিবানের হামলায় ইতিমধ্যে রক্তাক্ত হয়ে উঠেছে । এই পরিস্থিতিতে ভারত সফর বাতিল করলেন আফগান সেনাপ্রধান জেনারেল ওয়ালি মহম্মদ আহমেদজাই।

বিউরো রিপোর্ট তালিবানের হামলায় ইতিমধ্যে রক্তাক্ত হয়ে উঠেছে । এই পরিস্থিতিতে ভারত সফর বাতিল করলেন আফগান সেনাপ্রধান জেনারেল ওয়ালি মহম্মদ আহমেদজাই।

২৭ জুলাই, মঙ্গলবার ভারত সফরে আসার কথা ছিল আফগান সেনাপ্রধানের। কিন্তু, দেশে তালিবানের দাপট বাড়তে থাকায় এই সফর বাতিল করেন তিনি।

চারশোটি শহরের মধ্যে দুশোটি দখল হয়ে গিয়েছে বলে দাবি করেছে তালিবান। পাশাপাশি বেশ কিছু শহর দখলের চেষ্টায় রয়েছে তারা।

ইদের দিন আফগান প্রেসিডেন্ট আশরফ ঘানির প্যালেসে একাধিক রকেট হামলা করেছিল তালিবান জঙ্গিরা। অল্পের জন্য রক্ষা পান আফগান প্রেসিডেন্ট।

এই পরিস্থিতিতে তালিবানের বিরুদ্ধে লড়তে নতুন রণনীতি তৈরির জন্যই বিদেশ সফরে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আফগান সেনা প্রধান।

তালিবান জঙ্গিদের পাকিস্তান মদত দিচ্ছে বলে ইতিমধ্যে অভিযোগ করেছেন আফগান প্রশাসন। রাষ্ট্রসংঘের এক পরিসংখ্যান বলছে,

এখনও পর্যন্ত এই গৃহযুদ্ধে ১ হাজার ৬৫৯ জন সাধারণ আফগান নাগরিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৩ হাজার ২৫৪ জন।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *