ব্যুরো রিপোর্ট: তালিবান বনাম আফগান সেনার রক্তক্ষয়ী যুদ্ধে উত্তপ্ত এবং রক্তাক্ত আফগানিস্তান । মন্ত্রী থেকে সরকারি আধিকারিক, আমজনতা থেকে শিশু কেউই রেহাই পাচ্ছে না তালিবানদের হাত থেকে।
এমন পরিস্থিতিতে ঘুরে দাঁড়ানোর মরিয়া প্রচেষ্টা আফগান সেনার। আফগানিস্তান থেকে সেনাঘাঁটি সরিয়ে নিলেও আফগান সেনাকে ক্রমাগত সাহায্য করে চলেছে মার্কিনবাহিনী। রবিবার মার্কিন বাহিনীর প্রত্যাঘাতেই নিকেশ হল বহু তালিবান জেহাদি।
শণিবার সন্ধে সাড়ে ছ’টা নাগাদ জাওঝান প্রদেশের শেবেরগান শহরে বিমানহানা চালায় মার্কিন সেনা। সেই সময় ওই শহরে প্রায় শ ‘দুয়েক তালিবান জঙ্গি জড়ো হয়েছিল।জানা যাচ্ছে খবর পেয়ে সেসময় বি-৫২ বোমারু বিমান হামলা চালায়।
এবং তাতে প্রায় ২০০ জন তালিবানের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন আফগানিস্তানের প্রতিরক্ষামন্ত্রক। তারাই টুইট করে প্রথমে এই খবর জানায়।তবে শুধু জঙ্গি নিধন নয়,
বিমান হানায় বিপুল পরিমাণ সমরাস্ত্র এবং প্রচুর গাড়ি নষ্ট হয়েছে বলে দাবি সেনাবাহিনীর। যদিও হতাহত বা ক্ষয়ক্ষতির প্রসঙ্গে তালিবানের তরফে এখনও কিছু জানানো হয়নি।
জানা গিয়েছে, শনিবারই আফগানিস্তানের অন্যতম প্রদেশ জাওঝানের শেবেরগান শহর দখল করে নেয় তালিবানরা। শহরের ডেপুটি গর্ভনর টুইট করে সে কথা জানিয়েছিলন।
তার পরই পালটা বিমানহানা চালান মার্কিন বাহিনী। যার জেরে শুধুমাত্র তালিবানের লোকবলই নয়, অস্ত্রভাণ্ডারও নষ্ট করা হয়েছে বলে খবর।