গোপন সূত্রে খবর পেয়ে প্রচুর চোরাই কাঠ উদ্ধার করল বনদপ্তরের কর্মীরা

গোপন সূত্রে খবর পেয়ে প্রচুর চোরাই কাঠ উদ্ধার করল বনদপ্তরের কর্মীরা

ব্যুরো রিপোর্ট: গোপন সূত্রে খবর তেলিয়ামুড়া বনদপ্তরের কর্মীরা অভিযান চালিয়ে প্রচুর পরিমাণ বনের বহু মূল্যবান অবৈধ চোরাই কাঠ উদ্ধার করল।

সোমবার ভোর ৫টা নাগাদ এই অভিযান চালায় বনদপ্তরের কর্মীরা। একটি চার চাকা মাল বাহী অটো গাড়ি সহ প্রচুর চোরাই কাঠ উদ্ধার করে।

ঘটনাটি ঘটেছে তেলিয়ামুড়া বনদপ্তরের অধীন দাও ছড়া স্থিত রাবার বাগান এলাকায়। জানা যায়, TR06B -1529 নম্বরের একটি  অটো গাড়ি উত্তর মহারানী 

এলাকার গভীর বনাঞ্চলে প্রবেশ করে রাতের অন্ধকারে অবৈধ চেরাই কাঠ গাড়িতে লোডিং করার জন্য। গোপন সূত্রে খবর পেয়ে, তেলিয়ামুড়া বনদপ্তরের কর্মীরা সোমবার ভোরে দাও ছড়া এলাকায় উৎপেতে বসে ছিল।

গাড়িটি আসছে দেখে বনকর্মীরা গাড়িটির পিছু নেয়। এর পর  দাও ছড়া স্থিত  একটি রাবার বাগান এলাকায় এসে বনকর্মীরা গাড়িটি

আটক করে। পরে বন দপ্তরের কর্মীরা  অবৈধ কাঠ বোঝাই গাড়িটি  তেলিয়ামুড়া স্থিত গামাই বাড়ি ফরেস্ট রেঞ্জ অফিসে নিয়ে যান।

জানা যায়, গাড়িতে থাকা অবৈধ চেরাই কাঠ সহ গাড়ির বাজার মূল্য প্রায় আনুমানিক সাড়ে তিন লক্ষাধিক টাকা।

এদিকে ওই এলাকাটি ঘন বনাঞ্চল হওয়ার ফলে অবৈধ কাঠ বোঝাই গাড়িতে থাকা চালক ও সহ চালক ঘন বনাঞ্চলের দিকে পালিয়ে যেতে সক্ষম হয়।  

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *