জয়ের পর সৌজন্য সাক্ষাৎ করতেই হত, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী

জয়ের পর সৌজন্য সাক্ষাৎ করতেই হত, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী

ব্যুরো রিপোর্ট : ৭ নম্বর লোক কল্যাণ মার্গে ঘড়ির কাঁটা ধরে ঠিক ৪টেয় ঢুকেছিলেন মমতা। প্রায় পৌনে এক ঘণ্টা পর বৈঠক শেষ হয়। তারপর প্রধানমন্ত্রীর বাসভবন ছেড়ে বেরিয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে রাজ্যের দাবিদাওয়া তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকে পশ্চিমবঙ্গের জন্য পর্যাপ্ত টিকা দেওয়ার কথা বলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন ,’ রাজ্যে টিকা সরবরাহ বাড়াতে বলেছি, রাজ্য যথেষ্ট টিকার জোগান পাচ্ছে না।‘

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ছিল।  জয়ের পর এই সাক্ষাৎ করতেই হত। তাই এসেছি। তবে এর সঙ্গে করোনা পরিস্থিতি নিয়েও কথা বলেছি’।

 পাশাপাশি তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক ভাল হয়েছে। তিনি তাঁর সমস্ত কথা শুনেছেন। এবং তাঁর দাবি গুলিও খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বলে। তবে উপনির্বাচন নিয়ে কোনও কথা হয়নি।‘ 

 এছাড়া পেগাসাস কান্ড নিয়েও প্রধানমন্ত্রীকে সর্বদলীয় বৈঠক ডাকার কথা জানিয়েছেন তিনি।  

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *