ব্যুরো রিপোর্ট: ইউপিএসসির পর এবার ডাব্লুবিসিএস-এর প্রশ্নপত্রকে ঘিরে তৈরি হল বিতর্ক। রবিবার ডাবলুবিসিএস-এর পরীক্ষায় প্রশ্ন করা হয়েছিল, ‘কোন বিপ্লপী নেতা জেল থেকে ক্ষমা প্রার্থনা করেছিলেন?’
উত্তরে নাম ছিল ভিডি সাভারকর, বিজি তিলক, শুকদেব থাপার এবং চন্দ্রশেখর আজাদের। আর এই প্রশ্নপত্রকে ঘিরেই ফের শুরু হল রাজনৈতিক তরজা।
এই বিষয়ে বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেন, ‘মুচলেকা সাভারকর দেননি, দিয়েছিলেন উত্পল দত্তরা। রাজনৈতিক উদ্দেশ্য নিয়েই এই প্রশ্ন রাখা হয়েছিল।’
অবশ্য এর পাল্টা তৃণমূলের মুখপাত্র তাপস রায় বলেন, ‘প্রশ্নপত্র যাঁরা তৈরি করেছেন, তাঁদের এই বিষয়ে প্রশ্ন করা উচিত। আমাদের প্রশ্ন করবেন না এই বিষয়ে।’
এর আগে ইউপিএসসি’র পরীক্ষায় বাংলার ভোট পরবর্তী প্রসঙ্গ উঠে এসেছিল।
পাশাপাশি কৃষক আন্দোলন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে আখ্যা দিয়ে লিখতে বলা হয়েছিল। এর পর এবার ডাব্লুবিসিএস পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে শুরু হল বিতর্ক।