ভবানীপুরে জিতেই বাকি চার কেন্দ্রের জন্য প্রার্থীর নাম ঘোষণা করলেন তৃনমুলনেত্রী

ভবানীপুরে জিতেই বাকি চার কেন্দ্রের জন্য প্রার্থীর নাম ঘোষণা করলেন তৃনমুলনেত্রী

ব্যুরো রিপোর্ট:  ভবানীপুরে জয়ের হ্যাটট্রিক মমতা বন্দ্যোপাধ্যায়ের। ৫৮ হাজার ৩৮৯ ভোটে জয়ী হয়েছেন মমতা। ২০১১ সালের থেকেও এবার বড় ব্যবধানে জিতেছেন তিনি। ২১ রাউন্ড শেষে তৃণমূলনেত্রী পান ৮৪ হাযার ৭০৯টি ভোট।

অন্যদিকে ২৬ হাজার ৩২০টি ভোট পান বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। বাম প্রার্থী পান ৪ হাজার ২০১টি ভোট পান। এ নিয়ে ভবানীপুর থেকে তৃতীয়বার বিধায়ক হিসেবে নির্বাচিত হন মমতা।

২০১১ সালেও ভবানীপুরে উপনির্বাচনে জিতেছিলেন তৃণমূলনেত্রী। তবে ২০২১ সালে তার থেকেও বেশি ভোটের ব্যবধানে জিতলেন মমতা। ফলে তৃতীয় বারের জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর পদ নিশ্চিত করলেন তৃণমূল সুপ্রিমো।

যদিও রাজনীতিতে এটি মমতা বন্দ্যোপাধ্যায়ের দশম জয়। আর ভবানীপুরে তৃতীয়। নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর কাছে হারের পর ভবানীপুর থেকে উপনির্বাচনে প্রার্থী হয়েছিলেন মমতা।

দলনেত্রীর জন্য এই আসন থেকে পদত্যাগ করেছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়। এর পরেই উপনির্বাচনে ভবানীপুরের মানুষের বিপুল সমর্থন নিয়ে তৃতীয়বারের জন্য বিধায়ক হলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

ভবানীপুরে জিতেই বাকি চার কেন্দ্রের জন্য প্রার্থীর নাম ঘোষণা করলেন তৃনমুলনেত্রী। আগামী ৩০ অক্টোবর খড়দহ, গোসাবা, দিনহাটা ও শান্তিপুর বিধানসভা আসনে উপনির্বাচন।

এই চার কেন্দ্রে কে কে প্রার্থী হবেন তা নিয়ে মমতা বলেন, ‘শান্তিপুর ব্যুরো রিপোর্ট:  তৃণমূলের প্রার্থী হবেন ব্রজকিশোর গোস্বামী। দিনহাটার উপনির্বাচনে তৃণমূল প্রার্থী হচ্ছেন উদয়ন গুহ। খড়দহ কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল প্রার্থী হচ্ছেন শোভনদেব চট্টোপাধ্যায়।’

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *