ব্যুরো রিপোর্ট: ফের ভাঙন বিজেপিতে। এবার দল ছাড়লেন বনগাঁর বিজেপি পরিচালিত পঞ্চায়েত প্রধান। যোগ দিলেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসে।
সম্প্রতি রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারকে দল ভাঙনের বিষয়টিকে দেখতে বলেছিলেন অমিত শাহরা। কিন্তু, তা সত্বেও আটকানো গেল না বিজেপির ভাঙন।
একুশের বিধানসভা ভোটে রাজ্যে ডবল ইঞ্জিন সরকার গড়ার লক্ষ্যে ঝাঁপিয়ে পড়েছিলেন মোদী-শাহরা। ২০০-এর বেশি আসনে জয় পাবেন বলে দাবিও করেছিলেন তাঁরা।
কিন্তু, রাজ্যে ডেইলি পেসেঞ্জারি করেও নিজেদের লক্ষ্যে পৌঁছতে পারেননি বিজেপি। ৭৭-এ আটকে যায় তাঁদের ডবল ইঞ্জিনের গাড়ি।
তার পর থেকে একে একে বিজেপি ছাড়তে শুরু করেন অনেকে। মুকুল রায় থেকে শুরু করে বাবুল সুপ্রিয় সহ অনেকে ইতিমধ্যে ঘাসফুল শিবিরে যোগ দিয়েছেন।
সেই তালিকায় এবার নাম লেখালেন বিজেপি পরিচালিত বনগাঁর বাগদা ব্লকের ২ পঞ্চায়েতের বিজেপি প্রধান অনামিকা বিশ্বাস। জেলা তৃণমূল সভাপতি আলো রানির হাত থেকে তৃণমূলের পতাকা তুলে নেন তিনি।