আল নাসের ছাড়ছেন? নিজের ভবিষ্যত পরিকল্পনা জানিয়ে দিলেন রোনাল্ডো

আল নাসের ছাড়ছেন? নিজের ভবিষ্যত পরিকল্পনা জানিয়ে দিলেন রোনাল্ডো

ব্যুরো রিপোর্ট: শনিবার রাতে পিএসজির হয়ে শেষ ম্যাচ খেলতে নামছেন মেসি, বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন অধিনায়কের পরবর্তী গন্তব্য নিয়ে চর্চায় ফুটবল বিশ্ব। এরইমধ্যে নিজের ভবিষ্যত নিয়ে বড় আপডেট দিলেন মেসির চির প্রতিন্দ্বন্দ্বী রোনাল্ডো। পরবর্তী মরসুমে তাঁর দল বদল নিয়ে ব্যাপক জল্পনা কল্পনা তৈরি হয়।

যদিও শেষ পর্যন্ত নিজেই সব জল্পনার অবসান ঘটালেন পর্তুগিজ মহাতারকা।ইউরোপের গণ্ডি ছাড়িয়ে মরুদেশে নতুন অধ্যায় শুরু করেন সিআরসেভেন। গত কয়েক মাস ধরেই সৌদি আরবের ক্লাব ফুটবল বিশ্ব মানচিত্রে নতুন জায়গা করে নিয়েছে, সৌজন্যে রোনাল্ডো।

কিন্ত আল নাসেরে খেলেও শূন্য হাতেই মরসুম শেষ করতে হয়েছে পর্তুগাল অধিনায়ককে। এই পরিস্থিতিতে রোনাল্ডোর দলবদল নিয়ে চর্চা শুরু হয়। সৌদি প্রো লিগ ছেড়ে ফের লা লিগায় ফিরতে চাইছেন। কেরিয়ারের অন্যতম সেরা সময় কাটিয়েছিলেন রিয়াল মাদ্রিদে।

তিনি ফের সেখানেই ফিরতে চাইছেন বলে খবর রটে।কিন্তু শুক্রবার যাবতীয় জল্পনা কল্পনায় দাঁড়ি টেনে দিয়ে রোনাল্ডো জানিয়ে দিলেন অন্য কোথাও নয়, আগামী মরসুমে আলি নাসেরের জার্সিতেই খেলবেন তিনি।

একটি সাক্ষাতকারে রোনাল্ডো বলেন, ‘সৌদি প্রো লিগে উন্নতির অনেক জায়গা রয়েছে, তবে লিগটা বেশ প্রতিযোগিতামূলক, বেশ ভাল। এই লিগে খেলা দলগুলি যথেষ্ট ভালো, কয়েকজন বেশ ভাল ফুটবলারও আছেন।

পরিকাঠামোগত দিক থেকে, রেফারিং এবেং ভিএআরের বিষয়টা আরেকটু উন্নত করার দরকার যদিও। এই ছোটখাট জিনিসগুলিতেই উন্নতি করতে হবে।’নিজের পরবর্তী সিদ্ধান্ত নিয়ে সিআরসেভেন বলেন, ‘আমি খুশি এখানে।

এখানেই খেলা চালিয়ে যেতে আগ্রহী এবং এখানেই খেলব আমি।’ অর্থ্যাত আগামী মরসুমে তিনি যে ইউরোপে প্রত্যাবর্তন করছেন না তা স্পষ্ট করে দিলেন সিআরসেভেন নিজেই।বিশ্বকাপের পর তিনি যোগ দেন আল নাসেরে।

১৭৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে তিনি যোগ দেন সৌদি প্রো লিগের এই ক্লাবে। ২০২৫ সাল পর্যন্ত চুক্তি করে রোনাল্ডোর সঙ্গে। ২০২৩ সালের জানুয়ারি মাসে ইতিহাস তৈরি করে সৌদি আরবের ক্লাব আল নাসেরে যোগ দিয়েছেন পর্তুগিজ মহাতারকা।

সবথেকে বেশি বেতন পাওয়া ফুটবলার হয়েছেন তিনি।জানুয়ারি মাসে প্রবল ভাবেই খেতাবি দৌড়ে ছিল আল নাসের। সৌদি প্রো লিগে ১৫ ম্যাচে ১৪টি গোল করলেও ট্রফি জয়ের আশা অপূর্ণই থাকল রোনাল্ডোর।

তবে তাঁর সৌজন্যে রাতারাতি প্রচারের আলোয় এসেছে এই লিগ।রোনা‌ল্ডোর এই মন্তব্যের পর শুরু হয়েছে লিওনেল মেসিকে নিয়ে গুঞ্জন। এশিয়ার সবচেয়ে সফল ক্লাব আল হিলাল মেসিকে পেতে টাকার ঝুলি নিয়ে অপেক্ষা করছে।

এরই মধ্যে নাকি সাড়ে চার হাজার কোটি টাকার বিশাল অঙ্কের প্রস্তাব দিয়েছে তারা। মেসি রোনাল্ডোকে কি এক লিগে দেখা যাবে? উত্তর দেবে সময়ই।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *