বলিউডের খারাপ হাল নিয়ে মুখ খুলেছেন এবার আলিয়া ভাট

বলিউডের খারাপ হাল নিয়ে মুখ খুলেছেন এবার আলিয়া ভাট

ব্যুরো রিপোর্ট:  ২০২২ সালে রণবীর কাপুর, কঙ্গনা রানাওয়াত, হৃতিক রোশন, আমির খানদের মতো তারকারার একের পর এক বড় বাজেটের ছবি মুখ থুবরে পড়ছে।বক্স অফিস ভরাডুবি যাকে বলে।

চলতি বছরে মাত্র তিনটে সিনেমা ব্যবসা করেছে– ‘দ্য কাশ্মীর ফাইলস’, ‘গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ আর ‘ভুল ভুলাইয়া ২’। বলিউডের এই খারাপ হাল নিয়ে মুখ খুলেছেন অনেক তারকাই। এবার সেই দলে নাম লেখালেন আলিয়া ভাট।


বলিউডকে কি একটু দয়ার নজরে দেখা উচিত এখন প্রশ্ন করা হলে তিনি জবাব দেন, ‘আমরা সবাই বলছি বছরটা বলিউডের জন্য শক্তি ছিল কিন্তু কেউ কি আমরা কতগুলো সিনেমা ভালো ব্যবসা করেছে সেটা দেখছি।

সাউথেও কিন্তু সব ছবি ভালো চলে না। সেরকমই কিছু ছবি বলিউডের, আমার গঙ্গুবাই-সহ ভালো আয় করেছে। ভালো ছবি ভালো ফল করবেই।’


আলিয়া আরও মনে করেন করোনা মহামারীর কারণে প্রায় ২ বছর বন্ধ রাখা হয়েছিল সিনেমাহল। আর করোনা পরবর্তী সময়ে সেই রেশ কাটিয়ে ওঠা একটু মুশকিলের হয়ে পড়ছে বলিউডের পক্ষে।

তাই এখন মূল্যায়ন করার সময় সাধারণ মানুষ কোন ধরনের সিনেমা হলে গিয়ে বা ওটিটিতে দেখতে চাইছে। তবে গল্প ভালো হলে দর্শক তা দেখতে আসবেই। 

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *