ব্যুরো রিপোর্ট: পড়ুয়াদের পাচারের অভিযোগ উঠল সরকারি স্কুলের প্রধানশিক্ষকের বিরুদ্ধে। এই ঘটনায় ওই শিক্ষক ও এক মহিলা সহ তাঁর তিন সঙ্গীকে আটক করেছে রেল পুলিশ। উদ্ধার করা হয়েছে ২৫ জন পড়ুয়াকে।
এমনই এক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রায়গঞ্জে।সূত্রের খবর, প্রধান শিক্ষকের নাম মুজাহিদিন ইসলাম। রায়গঞ্জের এক স্থানীয় সমাজকর্মী কৌশিক চৌধুরী জানিয়েছেন, ‘১০-১২ জন কিশোর-কিশোরীকে সঙ্গে নিয়ে হেঁটে যাচ্ছিলেন এক ভদ্রলোক।
আমি জিজ্ঞাসা করলাম, এতগুলি বাচ্চা নিয়ে আপনি কোথায় যাচ্ছেন? বলল, আমার এক আত্মীয়ের বিয়ে আছে। সেখানেই যাচ্ছি।’ এর পরেই ওই শিক্ষকের কাছে সবার নাম জিজ্ঞসা করেন তিনি।
আর ঠিক মতো উত্তর না মেলায় রেল পুলিশ ও চাইল্ড লাইনে ফোন করেন কৌশিক।অবশ্য ওই শিক্ষকের দাবি, ‘ঘোরার উদ্দেশ্যেই যাচ্ছিলাম সকলে মিলে।
আমার মেয়ে বারাসত কলেজে পড়াশোনা করে। দেখার উদ্দেশ্যে সকলে মিলে যাচ্ছিলাম। আর এক মেয়ের চিকিৎসার উদ্দেশ্যেও যাচ্ছিলাম’ এই ঘটনার তদন্তে নেমেছে রায়গঞ্জের রেল পুলিশ।