ব্যুরো রিপোর্ট: চাকরি দেবার নাম করে প্রতারণার অভিযোগ শহর কলকাতায়। কাশিপুর নিবাসী আবদুল কাদের খান নামক যুবককে চাকরি পাইয়ে দেবার নাম করে প্রায় ৩ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে কাশিপুর থানায় অভিযোগ দায়ের করলো সংশ্লিষ্ট বেক্তি।
শুধু আব্দুল কাদের খান ই নয়, প্রতারণার শিকার তার আরও দুই বন্ধু। কখনো সিমেন্ট কোম্পানি, কখনো বা লালবাজার বা কলকাতা করপোরেশন এ চাকরি দেবার নাম করে দফায় দফায় টাকা নেয় অয়ন বড়ুয়া ও তার বাবা প্রত্যুষে বড়ুয়া।
এমনকি নেতা মন্ত্রীদের সাথে যোগাযোগ আছে বলেও সে আশ্বাস দেয়। এরপর টাকা নিয়ে দিনের পর দিন ঘোরানোর পর অভিযোগকরি বুঝতে পারে এটা প্রতারণা হচ্ছে তাদের সাথে। এরপর শুক্রবার কাশিপুর থানায় এসে লিখিত অভিযোগ করেন প্রতারিত ব্যক্তিরা।