ব্যুরো রিপোর্ট: সোনারপুরের এক বেসরকারি হস্টেলে নাবালকদের উপর যৌন নির্যাতনের অভিযোগ।
এই ঘটনার তদন্তে নেমে ওই হোস্টেল থেকে দুই কর্মীকে গ্রেফতার করল পুলিশ। আর এর পরেই আপাতত বন্ধ করে দেওয়া হল ওই হস্টেলটি।
সূত্রের খবর, ২০০৮ সালে সোনারপুরের ধামাইতলা এলাকায় শুরু হয়েছিল ওই হস্টেলটি। সেখানে থাকতেন প্রায় ২৫ জন নাবালক ও নাবালিকা।
তবে সম্প্রতি হস্টেলের এক নাবালক যৌন নির্যাতনের কথা মা-বাবাকে জানান। এর পরেই তারা পুলিশের দারস্থ হন।
এর পরেই তদন্তে নেমে হোস্টেলের দুই কর্মী তারক মণ্ডল এবং সুশোভন চক্রবর্তীকে গ্রেফতার করে পুলিশ। এই ঘটনার সঙ্গে হস্টেলের অন্যরা যুক্ত রয়েছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ।