তৃতীয় স্রোতের উদ্বেগের মাঝে বিগত ১৪৭ দিনে আজ সর্বনিম্ন করোনার দৈনিক আক্রান্ত

তৃতীয় স্রোতের উদ্বেগের মাঝে বিগত ১৪৭ দিনে আজ সর্বনিম্ন করোনার দৈনিক আক্রান্ত

ব্যুরো রিপোর্ট:  গত ১৪৭ দিনে এদিনই সবচেয়ে কম করোনা আক্রান্তের সংখ্যা আজ। শেষ ৪ মাসে এদিন করোনা আক্রান্তের সংখ্যা ২৮,২০৪ জন। এদিনের করোনা পরিসংখ্যান রীতিমতো কমতির দিকে। শেষ ৫ মাসে করোনা পরিসংখ্যানের হিসাবে এদিনই সর্বনিম্ন আক্রান্তের সংখ্য়া।

গত ৫ মাসে ২৯ হাজরের নিচে করোনার সংক্রমণ গিয়েছে এই প্রথম। করোনার প্রবল দানবীয় দ্বিতীয় স্রোতের পরই পরিস্থিতি আরও বিপাকে যায়। এর আগে করোনার দ্বিতীয় স্রোতের দানবীয় হানার আগে গত ১৭ মার্চ শেষবার দৈনিক আক্রান্তের সংখ্যা ২৯ হাজারের নিচে গিয়েছে। শেষ ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা ২৮ হাজার ২০৪ জন।

দৈনিক মৃত্যুর সংখ্যাও কিছুটা কমেছে এদিনের রিপোর্ট অনুযায়ী। গত ২৪ ঘণ্টার রিপোর্ট বলছে, কোভিডে মৃতের সংখ্যা ৩৭৩ জন। যা মৃতের সংখ্যার নিরিখে অনেকটাই কম গত কয়েকদিনের তুলনায়। বহুদিন ধরেই করোনায় দৈনিক মৃতের সংখ্যা ৫০০ জনের আশপাশে দেখা যাচ্ছে।

তার মাঝে এদিন যেভাবে করোনা আক্রান্তের সংখ্যা হু হু করে নেমেছে, তা রীতিমতো স্বস্তি দিচ্ছে। তবে এর থেকেই কি করোনার তৃতীয় স্রোত আছড়ে না পড়ারক বার্তা পাওয়া যাবে? এই প্রশ্ন অনেকের মনে রয়েছে। ইতিমধ্যেই করোনার তৃতীয় স্রোত নিয়ে বিশেষজ্ঞের নয়া রিপোর্টে চাঞ্চল্য ছড়াতে শুরু করেছে।

এদিন কেন্দ্রীয় স্বাস্থ্য়মন্ত্রক করোনা নিয়ে যে রিপোর্ট পেশ করেছে, তাতে দেখা গিয়েছে, ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ১৯ লক্ষ, ৯৮ হাজার ১৫৮ জন। করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৪ লক্ষ ২৮ হাজার,৬৮২ জনের।

দেশে মোট কোভিড সংক্রমণের হার সামান্য কম হয়েছে। দেশে আপাতত কোভিড সংক্রমণ ৬.৬২ শতাংশ কমেছে বলে রিপোর্টে দেখা যাচ্ছে। শেষ ২৪ ঘণ্টায় দেশে কোভিডের সংক্রমণ ১.৮৭ শতাংশ বলে দেখা যাচ্ছে। উল্লেখ্য, গতকালের তুলনায় শেষ ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণের হার কমতির দিকে থাকায় রীতিমতো তাৎপর্যবাহী বলে সেই পরিসংখ্যানকে মনে করা হচ্ছে।

আক্রান্তের তুলনায় দেশে শেষ ২৪ ঘণ্টায় সুস্থতার সংখ্যা ৪১ হাজার ৫১১ জন। দেশে মোট সুস্থতার সংখ্যা ৩ কোটি ১১ লক্ষ ৮০ হাজার ৯৬৮ জন সুস্থ হয়েছেন। দেশে গত ২৪ ঘণ্টায় অ্যাক্টিভ রোগীর সংখ্যা কমেছে।

এই মুহূর্তে দেশে মোট সক্রিয় রোগীর সংখ্য়া ৩ লক্ষ ৮৮ হাজার ৫০৮ জন। এদিকে পরিসংখ্যান বলছে শেষ একদিনে দেশে ১৫ লক্ষ ১১ হাজার ৩১৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এখনও পর্যন্ত মোট নমুনা ৪৮ কোটি ৩২ লক্ষ ৭৮ হাজার ৫৪৫ জনের আক্রান্ত হওয়ার কথা শোনা গিয়েছে।

শেষ একদিনের রিপোর্টে দেখা যাচ্ছে, দেশে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৩৫,৪৯৯ জন। অ্যাক্টিভ রোগীর সংখ্যা এখন ৪,০২,১৮৮ জন। সুস্থতার হার ৯৭.৪০ শতাংশ। গতকালের রিপোর্টে দেখা গিয়েছে ২৪ ঘণ্টায় বাড়তে শুরু করেছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা।

তবে দ্বিতীয় স্রোতের সময় যেভাবে করোনা আক্রান্তের সংখ্যা ৪ লাখ পর্যন্ত গিয়েছে দৈনিক আক্রান্তের সংখ্যা হিসাবে, সেই জায়গা থেকে বর্তমানে আক্রান্তের সংখ্যা এদিন ২৯ হাজারের নিচে নেমেছে। যা নিঃসন্দেহে একটি বড় দিক।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *