ব্যুরো রিপোর্ট: বুধবার সকালে বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল কাবুল। এই ঘটনায় আহত হয়েছেন ৭ জন
। এর মধ্যে রয়েছে চার জন স্কুল পড়ুয়া। মৃত্যু হয়েছে ১ জনের। এই বিস্ফোরণ তালিবান বাহিনীর গাড়িকে টার্গেট করে করা হয়েছিল বলে মনে করা হচ্ছে।
আবুল ফাতাহ নামে এক ব্যক্তি সেখানকার সংবাদমাধ্যমকে জানিয়েছে, ‘দেহমাজাং একালায় একটি বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পেলাম।
তখন সকাল প্রায় আটটা হবে। শব্দ শুনে এলাকার মানুষের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। মনে হয় কোনও গাড়ি বোমা বিস্ফোরণ হয়েছে।’
এই ঘটনা নিয়ে ওই ব্যক্তি আরও বলেছেন, মঙ্গলবার থেকে কাবুলের বিভিন্ন চেক পয়েন্টে তল্লাশি শুরু করেছে তালিবান বাহিনী।
হামলার আশঙ্কায় এই তল্লাশি চালানো হচ্ছিল বলে সুত্রের খবর। অবশ্য কাবুলে বিস্ফোরণের ঘটনা নিয়ে এখনও পর্যন্ত কোনও বিবৃতি দেয়নি তালিবান।