ব্যুরো রিপোর্ট: এবার পাকিস্তান এবং তাঁদের গোয়েন্দা সংস্থা আইএসআই-এর বিরুদ্ধে সরব হলেন আফগানিস্তানের বাসিন্দারা। আফগানিস্তান থেকে তাদেরকে চলে যাওয়ার জন্য পাক-বিরোধী স্লোগান দিতে দেখা যায় আফগান মহিলাদের।
মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। যেখানে আফগান মহিলাদেরকে মিছিল করতে করতে ‘স্বাধীনতা চাই’, ‘পাকিস্তান দূর হটো’ এবং ‘আইএসআই দূর হটো’-এর মতো স্লোগান দিতে দেখা যায়।
পাশাপাশি ভিডিওতে এক আফগান মহিলা বলেন, ‘পাকিস্তান বা তালিবান, পঞ্জশির দখল করার অধিকার কারও নেই। এই প্রতিবাদ চলবে। আমাদের স্বাধীনতা দিতেই হবে।‘
এই মিছিলে পুরুষরা থাকলেও, মহিলাদেরই স্লোগান দিতে দেখা যায়। অবশ্য স্লোগান দেওয়ার সময় গুলি চালায় তালিব যোদ্ধারা। তবে এই ঘটনায় কারোর মৃত্যু হয়েছে কি না তা জানা যায়নি।