করোনা রোগীদের সাহায্য করা মানুষদের এবার সম্মানিত করল বেহালা সম্মিলনী অরবিন্দ পল্লী ক্লাব

করোনা রোগীদের সাহায্য করা মানুষদের এবার সম্মানিত করল বেহালা সম্মিলনী অরবিন্দ পল্লী ক্লাব

রিপোর্ট- শেখ ইনায়াত: এই করোনাকালে নার্স ডাক্তার দের মতই এমন কিছু মানুষ আছে যাদের কখনো ভোলা যাবে না। যারা এই করোনাকালে নিজেদের সাধ্যমত চেষ্টা করে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে করোনা রোগীদের।

নার্স ডাক্তাররা যে রকম করোনা রোগীদের সারিয়ে তোলার চেষ্টা করে গেছে প্রতিটা মুহূর্তে। আর সেরকমই কিছু কিছু মানুষ এই করোনা পরিস্থিতির মধ্যেই করোনা রোগীদের নিজেদের সাধ্যমত চেষ্টা করে গেছে সাহায্য করার।

তাই ৭৫ তম স্বাধীনতা দিবসে বেহালা সম্মিলনী অরবিন্দ পল্লী ক্লাবের তরফ থেকে করোণা রোগীদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া মানুষদের সম্মানিত করা হল।

এবং এই ক্লাব বিগত সাড়ে তিন মাস ধরে করোনা রোগীদের কথা মাথায় রেখে চালিয়ে আসছে একটি অক্সিজেন পার্লার। আর স্বাধীনতা দিবস উপলক্ষে আজ তারা একদম সামনে থেকে করোনা রোগীদের সাহায্যের হাত বাড়িয়ে দেয়া মানুষদের সম্মানিত করল।

এবং এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের শিল্পমন্ত্রী এবং বেহালা পশ্চিম এর বিধায়ক পার্থ চট্টোপাধ্যায়। পাশাপাশি বেহালা সম্মিলনী অরবিন্দ পল্লী ক্লাব এর এই কর্মকাণ্ড কুর্নিশ জানাচ্ছে সকল মানুষ।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *