আরিয়ান নিয়মিত মাদক সেবন করেন’ , আদালতে শাহরুখ-পুত্রের মামলায় বার্তা এনসিবির

আরিয়ান নিয়মিত মাদক সেবন করেন’ , আদালতে শাহরুখ-পুত্রের মামলায় বার্তা এনসিবির

ব্যুরো রিপোর্ট:  ২ রা অক্টোবর মুম্বইয়ের প্রমোদতরীতে রেভ পাার্টি থেকে ধৃত শাহরুখ পুত্র আরিয়ান সহ গ্রেফতার করা হয়েছে ৮ জনকে। এরপর আরিয়ানদের নিয়ে সওয়াল জবাব শুরু হয় মাদককাণ্ডের মামলায়।

শাহরুখ পুত্রের জামিনের প্রশ্ন যখন মামলা ঘিরে আটকে রয়েছে, তখন এদিন সওয়াল জবাব চলাকালীন এনসিবি জানিয়ে দিয়েছে যে, আরিয়ান খান কেবল একদিন নয়, কয়েক বছর ধরেই নিয়মিত মাদাকাসক্তদের তালিকায় পড়েন।

ফলে এই মামলায় এনসিবি এখনই আরিয়ানদের রেহাই দিতে রাজি নয় বলে ইঙ্গিত দিয়ে দিয়েছে।এনসিবির হাতে আটক হওয়ার পর প্রায় কেটে গিয়েছে ১২ দিন। এরপর মামলার শুনানি পর পর চললেও তার কোনও ফয়সলাই আরিয়ানের সমর্থনে যায়নি।

শাহরুখ পুত্র গত ২ অক্টোবরের পর থেকে এনসিবির হাতে ধরা পড়ার পর থেকেই তাঁর জামিনের চেষ্টা করে গিয়েছে শাহরুখ পক্ষ । তবে তা হয়নি। এরপর এদিন আরিয়ানের পক্ষের আইনজীবী জানান, মাদকের বিরুদ্ধে সকলেই লড়ছেন।

ফলে সেই সূত্র ধরে আরিয়ানরা যেহেতেু কম বয়সি তাই তাঁদের ছেড়ে দেওয়ার আর্জি জানান আরিয়ানদের পক্ষের আইনজীবী। এরপরই এনসিবি জানিয়ে দেয় যে, আরিয়ানরা দেশের ভবিষ্যৎ, ফলে তারা ছোট বলে তাঁজের ছেড়ে দেওয়া হবে,

তা যুক্তি যুক্ত কথা নয়।উল্লেখ্য, আদালতে এনসিবি জানিয়েছে আরিয়নের মোবাইল ফোন থেকে যে হোয়াটসঅ্যাপ চ্যাট পাওয়া গিয়েছে, তাতে জানা গিয়েছে যে আন্তর্জাতিক মানের খুব কুখ্যত মাদক যোগে থাকা ব্যক্তিদের সঙ্গে যোগ রয়েছে আরিয়ানের।

এনসিবি এও জানিয়েছে যে, ২ রা অক্টোবর যে শুধু রেভ পার্টিতে আরিয়ান মাদক নিয়েছেন শুধু তাই নয়, এর আগে বহু বছর ধরে তিনি নিয়মিত মাদক সেবন করে চলেছেন।

আর তার প্রমাণ এনসিবির হাতে রয়েছে বলে দাবি করেছেন এনসিবির পক্ষের আইনজীবীরা।হেফাজতে থাকা অবস্থায় বাড়ি থেকে বানানো রান্না আরিয়ান খান খেতে পারবেন কি না, তা নিয়ে আগেই অনুমতি চাওয়া হয় শাহরুখ পক্ষের তরফে।

সেই প্রেক্ষিতে আদালত জানিয়েছে, হেফাজতের বাইরের পোশাক আরিয়ান পরতে পারবেন। তবে হেফাজতের মধ্যেই যে খাবার রয়েছে , তাই খেতে হবে আরিয়ানকে।এদিকে, আরিয়ানকে জামিন দেওয়া হবে কি না তা নিয়ে আদালতে চলছে জোর সওয়াল।

আরিয়ানের পক্ষের আইনজীবী জানিয়েছেন, তদন্তকে ব্যাহত না করে জামিন দিলে ,সমস্যা থাকার কথা নয়। এদিকে এনসিবির তরফে একটি ষড়যন্ত্রের তত্ত্বও দেওয়া হয়েছে এই মাদক মামলায়। সবমিলিয়ে গোটা পরিস্থিতি কোনদিকে যায়, সেদিকে নজর সকলের।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *