৭ই আগস্টের বিশেষ খবর এক ঝলকে

৭ই আগস্টের বিশেষ খবর এক ঝলকে

ব্যুরো রিপোর্ট:  সারাদিন বিভিন্ন ধরণের ঘটনা ঘটছে চারপাশে আর তার ফলেই বেশ কিছু খবর উঠে আসছে সংবাদ শিরোনামে। এবার তার মধ্যেই আপনাদের জন্য থাকছে বাছাই করা কিছু খবর।

১। ‘খেলরত্ন’ থেকে রাজীব গান্ধীর নাম বাদ:
‘খেলরত্ন’ থেকে রাজীব গান্ধীর নাম বাদ, হচ্ছে ধ্যানচাঁদের নামে, ঘোষণা প্রধানমন্ত্রী মোদীর। রাজনীতির অভিযোগ বিরোধীদের। ‘নরেন্দ্র মোদী স্টেডিয়াম’-এর নামবদলের দাবি উঠল নেটমাধ্যমে

২। মায়ের পদবিও নিতে পারে সন্তান:
পিতৃপরিচয়ই শেষ কথা নয়, মায়ের পদবিও নিতে পারে সন্তান, বেনজির রায় দিল দিল্লি হাইকোর্ট

৩। জয়েন্টে শীর্ষে রামকৃষ্ণ মিশনের ছাত্র:
জয়েন্টে শীর্ষে রহড়া রামকৃষ্ণ মিশনের ছাত্র, প্রথম তিনজনই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের

৪। বৈবাহিক ধর্ষণ বিবাহ বিচ্ছেদের সঙ্গত কারণ:
আইন যা-ই বলুক, বৈবাহিক ধর্ষণ বিবাহবিচ্ছেদের সঙ্গত কারণ, নজিরবিহীন রায় কেরালা আদালতের

৫। সেনা প্রত্যাহার ভারত-চিনের:
পূর্ব লাদাখের গোগরা থেকে সেনা প্রত্যাহার ভারত-চিনের, ‘আলোচনামতোই কাজ হচ্ছে’ জানাল ভারতীয় সেনাবাহিনী

৬। সংবাদ সংস্থার প্রধানকে খুন করল তালিবান:
সদর দপ্তরে ঢুকে সরকারি সংবাদসংস্থার প্রধানকে খুন করল তালিবান। বৈঠক রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে

৭। গণেশ মন্দির সংস্কার করবে পাক সরকার:
ভাঙচুর হওয়া গণেশ মন্দির সংস্কার করবে পাক সরকার, টুইটে ঘোষণা ইমরানের

৮। রানি, বন্দনাদের সান্ত্বনা দিলেন মোদী:
প্রধানমন্ত্রীর ফোন পেয়েই টোকিওয় কান্নায় ভেঙে পড়লেন রানি, বন্দনারা। সান্ত্বনা দিলেন মোদী

৯। অলিম্পিকের শেষ দিনে টোকিওয় আছড়ে পড়তে চলেছে টাইফুন:
আগামিকাল, রবিবার অলিম্পিকের শেষ দিনে টোকিওয় আছড়ে পড়তে চলেছে টাইফুন, জানাচ্ছে জাপানের আবহাওয়া দপ্তর

১০। ইজরায়েলের উপর রকেট হামলা:
ইজরায়েলের উপর রকেট হামলা চালাল লেবাননের জঙ্গি সংগঠন হেজবোল্লা

আজকের দিন:
আজকের দিনটি নিয়ে দুটো তথ্য শেয়ার করি। প্রথমটি জন্মদিন সংক্রান্ত। ১৮৭১ সালে আজকের দিনে অবনীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন কলকাতার জোড়াসাঁকোতে৷ চিত্রশিল্প ছাড়াও তিনি শিশু-কিশোরদের জন্য লিখেছেন বেশ কিছু বই। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ ‘শকুন্তলা’, ‘ক্ষীরের পুতুল’ ইত্যাদি৷

দ্বিতীয় ইনফোটি মৃত্যু সংক্রান্ত।১৯৪১ সালে আজকের দিনে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে দুপুর সাড়ে বারোটা নাগাদ প্রয়াত হন রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা পঞ্জিকা অনুসারে সে দিন ছিল বাইশে শ্রাবণ। শেষকৃত্য সম্পন্ন হয় নিমতলায়।

শেয়ার মার্কেটের খবর:
এ বার আসি শেয়ার মার্কেটের খবরে। গতকাল সেনসেক্স ২১৫.১২ পয়েন্ট পড়ে ৫৪২৭৭.৭২ পয়েন্টে বন্ধ হয়েছে। nifty 50 বন্ধ হয়েছে ১৬২৩৮.২০ পয়েন্টে।

আবহাওয়ার খবর:
জেনে নেওয়া যাক ওয়েদার কেমন থাকবে।শুক্রবার কলকাতার সর্বাধিক তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস। আজ শনিবারসর্বাধিক তাপমাত্রা ৩২ ডিগ্রির আশপাশে থাকতে পারে।আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *