ব্যুরো রিপোর্ট: পাকিস্তানের বিমান হামলার প্রতিবাদ করল আফগানিস্তান। তালিবান সরকারের প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন পড়শি দেশের এমন আক্রমণ কোনওভাবে সহ্য করবে না আফগানিস্তান।
পাকিস্তানের বিমান হামলায় কুনার প্রদেশে কয়েকশো মানুষের মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে আফগানিস্তান সরকারের তরফে।আফগানিস্তানের প্রতিরক্ষামন্ত্রী মোল্লা মোহাম্মদ ইয়াকুব জানিয়েছেন, ‘আমরা বিশ্ব এবং আমাদের প্রতিবেশী উভয়ের কাছ থেকে সমস্যা ও চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছি।
কুনারে আমাদের ভূখণ্ডে পাকিস্তানি আগ্রাসন হয়েছেন।’ পাশাপাশি তিনি বলেছেন আগ্রাসন সহ্য করতে পারে না আফগানিস্তান। কিন্তু জাতীয় স্বার্থে আমরা এটা সহ্য করেছি। কিন্তু পরের বার তা সহ্য করা হবে না বলে জানানো হয়েছে।
এ নিয়ে পাকিস্তানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র বলেছেন, পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সম্পর্ক বন্ধুত্বপূর্ণ। পাকিস্তান সরকার,
আফগানিস্তান সরকার এবং তাদের জনগণ সন্ত্রাসবাদের সমস্যায় বহুদিন ধরে ধরে ভুগছে। সঙ্গে তিনি বলেছেন, আফগানিস্তানের উচিত তাদের মাটিতে সন্ত্রাসী কার্যকলাপ এবং সন্ত্রাসী গোষ্ঠীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।