তীর-ধনুক নিয়ে হামলা নরওয়েতে, মৃত পাঁচ, জখম বহু

তীর-ধনুক নিয়ে হামলা নরওয়েতে, মৃত পাঁচ, জখম বহু

ব্যুরো রিপোর্ট:  দক্ষিণ-পূর্ব নরওয়ের শহর কঙ্গসবার্গে আচমকাই তীর-ধনুক নিয়ে হামলা চালায় এক ব্যক্তি। পুলিশ জানিয়েছে, শহরের কেন্দ্রস্থলে এই ঘটনা ঘটেছে। বহু মানুষ সে সময় ওই জায়গায় ছিলেন। আচমকাই তাদের উপর তীর ছুঁড়তে থাকে ওই ব্যক্তি।

পালানোর আগেই পাঁচজন তীরবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। আহত হয়েছেন আরো দুইজন। তারা একটি মুদির দোকানের সামনে ছিলেন।ঘটনার আকস্মিকতা কাটিয়ে মানুষ পালাতে শুরু করেন। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পুলিশ পৌঁছে যায়।

হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।নরওয়ের পুলিশ সংবাদমাধ্যমকে জানিয়েছে, তাদের ধারণা, ওই ব্যক্তির পিছনে কোনো গোষ্ঠী নেই। কিন্তু কেন সে এমন হামলা চালালো, তা এখনো স্পষ্ট নয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘটনাস্থলে পৌঁছেই পুলিশ সাধারণ মানুষকে নিরাপদ দূরত্বে সরে যাওয়ার জন্য আর্জি জানাতে থাকে। পুলিশ সশস্ত্র অবস্থায় এসেছিল বলে জানা গেছে।

সাধারণত স্ক্যানডেনেভিয়ার দেশগুলিতে পুলিশ প্রয়োজন ছাড়া সশস্ত্র অবস্থায় রাস্তা নামে না।ঘটনার কিছুক্ষণের মধ্যেই দেশের প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী শোকপ্রকাশকরেছেন। দুইজনেই ঘটনাটিকে মর্মান্তিক বলে ব্যাখ্যা করেছেন।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *